রুদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:২১শে এপ্রিল:–দেশ জুড়ে করোনার ভয়াবহতা প্রতিদিন বেড়ে চলেছে সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী মনোভাব শ্রমিকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই প্রতিবাদে সিআইটিইউ ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী জোনাল কমিটি সামাজিক দূরত্ব বজায় রেখে বাঁশবেড়িয়া বেনেঘাটে এক অভিনব প্রতিবাদে সামিল হয় আজ। সিআইটিইউ নেতা শৈলেন বিশ্বাস এই কর্মসূচি নিয়ে বলেন,”লকডাউনের মধ্যে দেশ জুড়ে অসংগঠিত শ্রমিক সহ সকল শ্রমিক-কর্মচারীরা খুবই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছে।
তার মধ্যে কেন্দ্রীয় সরকার এবং বেশ কিছু বড়ো বড়ো কোম্পানি চাইছে আর্থিক মন্দার অজুহাত দেখিয়ে কর্মী সংকোচন, ৮ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টার কাজ, কাজে যোগ না দিতে পারা শ্রমিক -কর্মচারীদের মজুরির অনিশ্চয়তা।এর প্রতিবাদে সরকারের বিরুদ্ধে পোস্টার নিয়ে নিয়ম মেনে বামপন্থী গণসংগঠন প্রতিবাদে সামিল হয়েছে। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে তাদের মত।”