রাজ্য

রোজগারহীন রিকশা ও ভ্যান চালকদের খাদ্যসংস্থানে এগিয়ে এল সিআইটিইউ মালদা।


দেবপ্রসাদ মন্ডল:চিন্তন নিউজ:১১ই এপ্রিল: করোনা সংক্রমণের কারণে প্রশাসনিক লক ডাউন চলছে।সবথেকে সমস্যায় রয়েছেন গরিব দিন আনি দিন খাই মানুষগুলি।জীবিকা সম্পুর্ন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই মানুষ গুলির বেঁচে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে।তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলো সিআইটিইউ অনুমোদিত মালদা জেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের নেতৃত্বগন।সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মালদা শহরের ২০নম্বর ওয়ার্ডের বাম নেতৃত্ব ও কিছু জনদরদী মানুষ।সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ ১১ই এপ্রিল(২০২০)মালদা শহরের রথবাড়ি এলাকায় রিক্সাচালক,ভ্যান চালক,গাড়ির চালক,খালসি,ও শ্রমজীবি মানুষ গুলির হাতে কিছু ত্রাণ সাহায্য তুলে দেওয়া হয়।কর্মসূচিতে উৎসাহ দিতে হাজির সিআইটিইউ র মালদা জেলা নেতৃত্বগন।

মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের সাততাড়ি গ্রামের বসন্তপুর বুথের পার্টির কমরেডরা ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য প্যাকেট করছেন । থাকছে চাল,ডাল,আলু,সাবান। ( ৩০ কুইন্টাল চাল , ১৫ কুইন্টাল আলু , ৫ কুইন্টাল ডাল , ৭০০ সাবান )


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।