দেবু রায়, চিন্তন নিউজ, ৭ অক্টোবর: গত ২৬শে সেপ্টেম্বর মধ্য যাদবপুর আঞ্চলিক দপ্তরে সিআইটিইউ-র উদ্যোগে এলাকার ভ্যানওয়ালা, রিকশাওয়ালার সন্তান, যারা এই বছর মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর নিয়ে কৃতকার্য হয়েছে, তাঁদের সম্বর্ধনা দেয়া হয়। সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আশুতোষ কলেজর প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার শুভঙ্কর চক্রবর্তী। এছাড়া ছিলেন সিআইটিইউ নেতা সুবাস মুখার্জী, জেলা কমিটির সম্পাদক রতন বাগচী, আর ছিলেন মধ্য যাদবপুর ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন কমিটির কোঅর্ডিনেটর উজ্জ্বল চ্যাটার্জী। অনুষ্ঠানের সূচনা করে শুভঙ্কর চক্রবর্তী তার মূল্যবান ভাষনে আজকের দিনে বিদ্যাসাগর কতটা প্রাসঙ্গিক, তা ব্যাখ্যা করেন। বিদ্যাসাগর মহাশয়ের জীবন দর্শন, তার মূল্যবোধ, ইত্যাদি সবিস্তারে বর্ননা করেন। সভার শেষে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।
অন্য দিকে কিছুদিন আগে ঘটে যাওয়া হাথরসে এক গরীব দলিত মহিলার উপর গণ-ধর্ষণের বিরুদ্ধে, এবং গত কয়েক বছরে বাংলায় কামদুনি থেকে কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন জায়গায় মহিলাদের উপর ধর্ষণের প্রতিবাদ জানাতে এক সভার আয়োজন করা হয়। “জননীর যন্ত্রনা” শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাঘাযতীন অঞ্চলের গোকুল ঘরে। ওই সভায় উপস্থিত ছিলেন সাংসদ বিকাশ ভট্টাচাৰ্য। তিনি তার সংক্ষিপ্ত ভাষনে দেশ তথা রাজ্যে বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া নারীদের উপর যে অত্যাচার চলছে তার বিবরণ দেন। সভার শেষে উপস্থিত সদস্য এবং আরও অন্য গণ আন্দোলনের কর্মীদের নিয়ে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বাঘাযতীন থেকে গড়িয়া মোড় পর্যন্ত। এই মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক সুজন চক্রবর্তী। মিছিলে সাধারন মানুষের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতন।