দেশ

রাজস্থান হরিয়ানা সাজাপুর বর্ডার এর কৃষক সমাবেশে চিন্তন প্রতিনিধি


পাপিয়া মজুমদার: চিন্তন নিউজ:২১শে ডিসেম্বর:- অখিল ভারতীয় মহিলা সমিতির তরফ থেকে ছয় জনের একটা প্রতিনিধি দল আজ দিল্লি থেকে রাজস্থান হরিয়ানা বর্ডার সাজাপুর বোর্ডের এর কিষাণ সমাবেশে আন্দোলন কারীদের সমর্থন জানাতে হাজির হয়েছিলেন। হরিয়ানা ও রাজস্থান থেকেও ষাট সত্তর জনের মত মহিলা নেতৃত্ব মহিলা সমিতির তরফ থেকে এসেছেন কিষাণ আন্দোলনকে সমর্থন দিতে ও আন্দোলনকে মজবুত করতে, পাশাপাশি আন্দোলনকারীদের উৎসাহ দিতে।

গত ১৩ ই ডিসেম্বর থেকে কৃষকরা বিক্ষোভে সামিল হয়েছেন। বর্তমান কেন্দ্রীয় সরকার যে তিন কৃষি বিল পাশ করেছেন, সেই বিল গুলি কৃষক বিরোধী, কৃষি শ্রমিক বিরোধী। তাই তাঁরা এই তিন বিল যতদিন অবধি সরকার প্রত্যাহার না করবে,ততদিন তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানালেন ।

পাঞ্জাব,হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা, ত্রিপুরা, আসাম, পশ্চিমবাংলা তথা সারা দেশ জুড়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।

খোলা আকাশের নীচে তাবুতে ৩°- ৫°তাপমাত্রায়ও কেউ পিছু হটতে রাজি নয়। এমনকি সরকারের সাথে সম্মুখ যুদ্ধেও রাজি ওঁরা। জলকামানের জল,কাঁদানেগ্যাস, রাস্তা কেটে,বড়ো বড়ো পাথর ফেলে রাস্তা বন্ধ করে ওঁদের আটকাতে চেয়েও ব্যর্থ হয়েছে সরকার। সরকার গুলি চালালেও তারা পিছু হটবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলন কারীদের মধ্যে এ অবধি ৩৩ জন শহীদ হয়েছেন। তথাপি তাঁরা তাঁদের অবস্থানে অনড়। সরকার নানাভাবে , নানা কৌশলে আন্দোলনকে বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাতে কোনো সুফল পায়নি এখনো পর্যন্ত। আন্দোলনকারীরা তাঁদের সংকল্পে দৃঢ়তার সঙ্গে লড়ে যাচ্ছেন। যতদিন সরকার এই তিন কালা কানুন প্রত্যাহার না করবে ততদিন এই আন্দোলন চালিয়ে যাবে। আগামী ২৬ শে জানুয়ারী তারা দিল্লি – র সমস্ত রাস্তা দখল করবে বলেও জানিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।