রাজ্য

শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী-শিক্ষকদের সরকারি তথা শুধুমাত্র তাঁর কথা শুনে চলার পরামর্শ দিলেন।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:৭ই সেপ্টেম্বর:–শিক্ষক দিবসে আশ্চর্য সমাপতন,সরকার ছাড়া কারো কথা না শোনার পরামর্শ দিলেন মুখ‍্যমন্ত্রী।।
সদ‍্যই  নিজেদের ন‍্যায‍্য দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠির ঘায়ে জখম হয়েছিলেন একাধিক পার্শ্ব শিক্ষক ও জুনিয়র ডাক্তারদের সংগঠন।
৫ই সেপ্টেম্বর নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক দিবস উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠানে মুখ‍্যমন্ত্রী তার স্বভাব সিদ্ধ আচরণ থেকে কিছুটা সরে এসে শিক্ষকদের আবেদন জানান যে ,তাকে যেন ভূল বোঝা না হয়।তিনি শিক্ষক দের অন‍্য কারো(এখানে বিরোধী দের) কথা না শোনার পরামর্শ দেন।হঠাৎ করে ভুল কোনো সিদ্ধান্ত না নেওয়ার ও পরামর্শ তিনি শিক্ষকদের দেন।এখানে ভূল বলতে আন্দোলনে নামার কথা বলা হচ্ছিল,যা তাঁর মতে বিরোধীদের উস্কানি তেই ঘটেছিল।
আর ঠিক তখনই বৃষ্টি ভেজা দুপুরে কোলকাতার রাজপথে বসে অবরোধের প্রস্তুতি নিচ্ছেন প‍্যানেলভুক্ত উচ্চ মাধ‍্যমিকের চাকরি প্রার্থীরা।শিক্ষক দিবসের দিনেই হবু শিক্ষকরা রাস্তায় পুলিশি বাধার শিকার।তার কিছুক্ষন পরেই শিক্ষক ও শিক্ষাকর্মীদেরদের উপর লাগাতার আক্রমণের প্রতিবাদে,বিদ‍্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে মিছিল, অন‍্যদিকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আর একটি মিছিল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন গুলির।এই হচ্ছে এ রাজ‍্যে শিক্ষক দিবস(আদতে লজ্জা দিবস) এর সামগ্রিক চিত্র।মোদ্দা কথা শিক্ষক দিবসে তাঁদের অপ্রাপ্তির বড়সড় তালিকা নিয়ে পথে নেমেছেন শিক্ষক ,শিক্ষা কর্মী ও প‍্যানেলভুক্ত ভাবী শিক্ষকরাও।
এদিন মুখ‍্যমন্ত্রী আরও বলেন যে শিক্ষকদের দাবী থাকবে পাওয়ার আশা থাকবে,কিন্তু সেসব তিনি আস্তে আস্তে দেখবেন।কিন্তু শিক্ষকদের ও দায়িত্ব নিয়ে দেশের জাগরন ঘটাতে হবে।এক হিসেবে ঐদিন তিনি ঘুরিয়ে শিক্ষক সমাজ কে তাদের দাবী পূরনে তৃনমূলের হয়ে রাজনৈতিক প্রচারে নামতে বললেন।তবে সবচাইতে লক্ষনীয় এদিন মুখ‍্যমন্ত্রী সরকারে থাকলে কি করতে হয়,আর বিরোধী থাকলে তার দায়িত্ব কি হবে ,এবিষয়ে একটি নাতিদীর্ঘ বক্তব্য রাখেন।যদিও তিনি বিরোধী থাকাকালীন তাঁর হঠকারী সিদ্ধান্ত গুলো  মানুষ এখনো ভুলে যায়নি।
এদিন শিক্ষক দিবস উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের মোট ৬২ জন শিক্ষককে শিক্ষারত্ন দেওয়া হয়,এছাড়া দেওয়া হয় মানপত্র ,চারাগাছ প্রভৃতি।কংগ্রেস থেকে তৃনমূলে যোগ দেওয়ার ২৪ঘন্টার মধ‍্যে ওমপ্রকাশ মিশ্র ও পেয়ে যান শিক্ষারত্ন।
সমগ্র শিক্ষককূল  ও শিক্ষা কর্মীরা যখন তাদের ন‍্যায‍্য দাবি আদায়ে এরাজ‍্যে প্রতিদিন   লজ্জাজনক ভাবে শারীরিক নিগৃহীত ও হেনস্থা র শিকার হয়ে চলছে তখন মুখ‍্যমন্ত্রীর আজকের বক্তব্য ছিল ,কাটা ঘায়ে নুনের ছিটে দেবার মতোই যন্ত্রণা দায়ক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।