দেশ

ভারতের বেহাল অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন লেখক চেতন ভগত।


স্বাতী শীল:চিন্তন নিউজ:১৭ই জানুয়ারি:–বই পাড়ার আনাচে-কানাচে যাদের বিচরন চেতন ভগত নামটির সাথে তাদের সম্যক পরিচিতি রয়েছে।এই প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকারের এক একটি টুইট কোন বোমার থেকে কোন অংশে কম যায়না।গত ১৫ই জানুয়ারি নিজের টুইটারে এরকমই আরো একটি টুইট বোমা ফাটান চেতন ভগত।দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে আবারো সরব হন লেখক।

নিজের টুইটে তিনি জানিয়েছেন যে, এই মুহূর্তে দেশের যা অর্থনৈতিক পরিস্থিতি,তাতে অন্তত কুড়ি বছরের জন্য হিন্দু মুসলমান ইস্যুকে দূরে সরিয়ে রেখে যদি দেশের অর্থনৈতিক অবস্থার দিকে মনোনিবেশ করা হয়, তাহলে আগামী ২০৪০ সালের মধ্যে দেশের জিডিপি এমন জায়গায় পৌঁছাবে যে,প্রতিটি ভারতবাসীর আর্থিক উপার্জন ১০,০০০ মার্কিন ডলারে পৌঁছে যাবে।

তিনি আরো বলেন যে,এরপর চাইলে ভারতীয়রা যেকোনো বিষয় নিয়েই লড়াই করতে পারে।যদিও অর্থনৈতিক অবস্থার এইরূপ উন্নতি হলে আর এইসব ব্যাপার গুলো নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োজন থাকবে না বলে তিনি মনে করেন না।

এদিন তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন যে,সরকারের উচিত সরকারিভাবে ঘোষণা করা যে, এন আর সি হবে না। তিনি আরো বলেন যে,এই মুহূর্তে সি এ এ কে পাশে সরিয়ে রাখা হোক। কারণ এই আইন নিয়ে যখন দেশব্যাপী এত বিরোধিতা,অস্থিরতা তৈরি হয়েছে মানুষের মধ্যে,তখন এই বিষয়টি স্পষ্ট যে,দেশবাসী এখনও এর জন্য তৈরি নয়।
নিজের টুইটের শেষ লাইনে তিনি এরপর সরকারকে কড়া বার্তা দিয়ে বলেছেন, এসব না করে আসন্ন বাজেটের উপর ফোকাস করা উচিৎ সরকারের।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।