কলমের খোঁচা

চন্দ্রশেখর আজাদ আজকের ভারতেও যুবদের প্রেরণা


মিঠুন ভট্টাচার্য: চিন্তন নিউজ:৯ই মার্চ:– বীর বিপ্লবী চন্দ্রশেখর আজাদ ,যাঁর আসল নাম চন্দ্রশেখর তেওয়ারি।  তিনি ছিলেন আপসহীন স্বাধীনতা সংগ্রামী , আজাদীর স্বপ্ন দেখতেন , আজাদীর কথা বলতেন , ইনকিলাব স্লোগান দিতেন ইনকিলাবের স্বপ্ন দেখতেন ।  আরেক বিপ্লবী ভগৎ সিংয়ের আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদের পরিচয় আছে।

মেজাজটাই আজাদদেরকে আলাদা করে পরিচিত করে তোলে , একবার ব্রিটিশবিরোধী কার্যকলাপে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে তাকে আদালতে পেশ করা হলে বিলিতি ম্যাজিস্ট্রেট তাকে নাম জিজ্ঞাসা করলে মেজাজের সঙ্গে তিনি নিজেকে আজাদ বলে পরিচয় দেন , প্রমাণের অভাবে ছাড়া পাওয়ার পর সারা ভারতবর্ষে  তিনি আজাদ নামে পরিচিতি লাভ করেন । তাত্ষ

আজাদ বলতেন ব্রিটিশ কুকুররা কোনদিন তাকে জীবিত ধরতে পারবেন না , আজাদরা কথা রাখতে জানে , ১৯৩১সালে ২৭ শে ফেব্রুয়ারি এদেশে থাকা কিছু বৃটিশের পা চাটা কুকুরের ষড়যন্ত্রে এলাহাবাল্ডচ্ছূচছ্য পার্ক এলাকায় ব্রিটিশ সৈন্যরা ঘিরে ধরে আজাদকে। শুরু হয় প্রাণপন অসম লড়াই , ক্রমশ বুলেট শেষ হয়ে আসতে থাকার মুহুর্তে যখন ধরা পড়ে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা ঠিক সেই সময় নিজের পিস্তলের গুলিতে নিজেকে ঝাঁঝরা করে দিয়ে সহযোদ্ধাদের দেওয়া ” কুইক সিলভার ” নামকে সার্থক করে তোলেন বীর স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ ।এ হেন ব্যক্তির জন্ম: ১৯০৬সালের ২৩শে জুলাই, , ১৯৩১সালের ২৭শে ফেব্রুয়ারি,তিনি আত্মবলিদান দেন দেশের স্বাধীনতার লড়াইয়ে।

( এত অন্যায় দেখার পরেও যদি তোমার রক্তবিন্দু গর্জিত না হয়ে ওঠে
তাহলে তোমার শরীরে রক্ত নয় শীতল জল প্রভাবিত হয়ে চলেছে )


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।