রাজ্য

গ্রামের শ্রমজীবী মানুষদের পাশে বিষজোড়ের চক্রবর্তী পরিবার


আশীষ পান্ডে:চিন্তন নিউজ:৬ই এপ্রিল:- বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের অন্তর্গত বিষজোড় গ্রামে চক্রবর্তী পরিবার থেকে ১৪৭ টি পরিবারকে রন্ধন উপযোগী খাদ্যশস্য, তেল মশলা, ডাল, নিউট্রিলা বিতরণ করা হল।

বিষজোড় এবং পাবয়া গ্রামের শ্রমজীবী মানুষ যাঁদের আয় কম, বর্তমান অবস্থার কথা ভেবে তাঁদের পাশে দাঁড়ালেন বিবেকানন্দ চক্রবর্তী, ফাল্গুনী চক্রবর্তী, পার্থপ্রতিম চক্রবর্তী ও কাঞ্চন চক্রবর্তী চার ভাই।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে যে দূরত্বে দাঁড়িয়ে নিতে হয় সেভাবেই প্রদান করা হয়। আগামীকাল আবার দুটি গ্রামকে এই চার ভাই প্রদান করবেন।শুকনো খাদ্যের প্যাকেটে – চাল-৫ কেজি, আলু-২কেজি, মুসুর ডাল-৫০০ গ্রাম, নিউট্রিলা,তেল-মশলা ছিল।

প্রতিবেশী ও পার্শ্ববর্তী গ্রাম থেকে যাঁরা এসেছিলেন কাউকে ফেরত যেতে হয়নি। মানুষের দুর্দিনে এই পরিবারের দাঁড়ানোর পিছনে আসলে পারিবারিক ঐতিহ্য রয়েছে। এনাদের পিতা প্রয়াত অশ্বিনী চক্রবর্তী ছিলেন সংগ্রামী এক কমিউনিস্ট নেতা। জরুরি অবস্থার সময় বা তারও আগে খরা ও দুর্ভিক্ষে মানুষের সাথে থেকেছেন। খাদ্য ও কাজের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।