রাজ্য

ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহ্যকে স্মরণ রেখে অধিকারের দাবিতে বিশ্ব আদিবাসী দিবস পালন চা বাগান শ্রমিকদের


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:৭ই আগস্ট:– উত্তরবঙ্গের চা শ্রমিকরাও তাদের বিভিন্ন আইনি অধিকার আদায়ের দাবিতে আগামী ৯ই আগস্ট সারা দেশের সাথে ভারত বাঁচাও কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করবেন। ওই দিন ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি চা শ্রমিকরা গুরুত্ত্ব দিয়ে জমির অধিকার সহ বিভিন্ন অধিকারের দাবিতে বিশ্ব আদিবাসী দিবস পালন করবেন।

চা শ্রমিকদের আন্দোলনের জয়েন্ট ফোরামের আহ্বায়ক জিয়াউল আলম জানান যে ৭ই আগস্ট চা শ্রমিকরা যৌথ ভাবে প্রতিটি চা বাগানে কাজে যোগদানের আগে এক ঘন্টা ব্যাপী গেট সভার মধ্য দিয়ে বোনাস, ন্যূনতম মজুরি, রেশন সহ বিভিন্ন দাবির দ্রুত নিষ্পত্তির দাবি জানাবে। ওই দিন-ই তাঁরা ৯ই আগস্ট কর্মসূচি সম্পর্কেও বাগান কতৃপক্ষ কে অবহিত করবেন। দেশের খেটে খাওয়া মানুষের সাথে চা শ্রমিকরাও বঞ্চিত স্বাস্থ্যের অধিকার থেকে , আক্রান্ত মূল্যবৃদ্ধির তীব্র দহনে। এই পরিস্থিতিতে মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির ফলে চা শ্রমিকরাও ভয়ঙ্কর বিপদের সম্মুখীন । অবসর গ্রহণের পর ভবিষ্য নিধি বাবদ প্রাপ্ত অর্থ পেতে এবং রেশন সংগ্রহ করতে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন চা শ্রমিকরা। এই সকল সমস্যার দ্রুত নিষ্পত্তির দাবিতে ৯ই আগস্ট বিভিন্ন বাগানে গেট সভা ও বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন চা শ্রমিকরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।