সন্দীপ সিনহা: চিন্তন নিউজ:- ৩রা আগস্ট:- আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫৯ তম জন্মদিবসে গত ২রা আগষ্ট পঃ বঃ বিজ্ঞান মঞ্চ, ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে হুগলী ব্রাঞ্চ (গভঃ) স্কুলে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মুর্তিতে মাল্যদান, বৃক্ষরোপন, চারাগাছ ও মাস্ক বিতরন কর্মসুচী পালন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী ও বিজ্ঞানকর্মীরা এই কর্মসুচীতে অংশগ্রহন করেন।
এরপরে স্টুডেন্ট হেল্থ হোম, হুগলী উত্তর শাখায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫৯ তম জন্মদিবস উপলক্ষ্যে ও হুগলী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও পঃ বঃ বিজ্ঞান মঞ্চের হুগলী জেলার সংগঠক ডঃ সুমিতা বাজপেয়ীর প্রথম মৃত্যু বার্ষিকীতে প্রান্তিক পরিবারের ৩০০ জন ছাত্রছাত্রীকে লজেন্স, মাস্ক, চারাগাছ ও দুপুরের খাবার বিতরন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিৎ ছিলেন স্টুডেন্ট হেল্থ হোম, হুগলী উত্তর শাখার সভাপতি ডাঃ বরুন সূর, পঃ বঃ বিজ্ঞান মঞ্চের হুগলী জেলার সংগঠক ও হুগলী মহিলা কলেজের অধ্যাপক শ্রী উত্তরণ মজুমদার, পঃ বঃ বিজ্ঞান মঞ্চের হুগলী জেলার সংগঠক শ্রী চন্দন দেবনাথসহ বিজ্ঞান মঞ্চের অন্যান্য বিজ্ঞান কর্মীরা।