চন্দনা বাগচী, চিন্তন নিউজ, ১২ অক্টোবর: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অবিংসবাদী শ্রমিক নেতা কমরেড শ্যামল চক্রবর্তী’র স্মরণে সিআইটিইউ দক্ষিণ ২৪পরগণা জেলা কমিটির পক্ষ থেকে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় সিপিআইএম বাটা মহেশতলা এরিয়া কমিটির অন্তর্গত বাটামোড়ে। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো’র সদস্য কমরেড বিমান বসু। এছাড়াও স্মৃতি চারণা করেন সিআইটিইউর রাজ্য কমিটির সভাপতি কমরেড সুভাষ মুখোপাধ্যায়, কমরেড নেপাল দেব ভট্টাচার্য ও দক্ষিণ ২৪ পরগনার সিআইটিইউ-র জেলা সম্পাদক কমরেড রতন বাগচী। সভায় সভাপতিত্ব করেন কমরেড সন্যাসী দলুই মহাশয়।
বাটামোড় সংলগ্ন ময়দানে মানুষের স্বতঃফূর্ত সমাগমে স্মরণ সভা জনসভায় পরিণত হয়। মিছিল সহযোগে বামপন্থী ট্রেড আন্দোলনের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ সভায় যোগ দেন। নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ কমরেড শ্যামল চক্রবর্তীর রাজনৈতিক জীবন ও অনাড়ম্বর কমিউনিস্ট জীবন বোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিকৃতিতে মাল্য দান করে নীরবতা পালন করেন। আগামীর লড়াই সংগ্রামের প্রেরণা হিসাবে শ্যামল বাবুর কর্মজীবন থেকে শিক্ষা নেওয়ার কথা নেতৃবৃন্দ উল্লেখ করেন।