তুলসী কুমার সিনহা:-চিন্তন নিউজ:-২রা জুলাই:- এসএফআই, ডিওয়াইএফআই সারারাজ্য জুড়ে মাঝেমধ্যেই রক্তদান শিবির করে থাকে। দীর্ঘ লকডাউনে চরম রক্ত সংকট দেখা দিলে এসএফআই – ডিওয়াইএফআই এগিয়ে আসে এই সংকট দূরীকরণে।
আজ ২রা জুলাই লাদাখ সীমান্তে শহীদ বীর জওয়ানদের স্মরণে এস এফ আই ও ডিওয়াইএফ আই কান্দি লোকাল কমিটির উদ্যোগে কান্দিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রথমেই শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এস এফ আই এর সভাপতি জোসেফ হোসেন এবং ডিওয়াইএফআই এর সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা।
এছাড়া উপস্থিত ছিলেন এস এফ আই কান্দি লোকাল কমিটির প্রীতম রুজ, কৌশিক রায়,সৃজিতা ভট্টাচার্য, ডিওয়াইএফ আই এর সোমনাথ দাস। বিভিন্ন গনসংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন স্বরূপ মুখার্জি, কাজল চক্রবর্তী, সুকুরুদ্দিন সেখ, পাপিয়া ঘোষ , আনসারা বেগম , বিবেকানন্দ সরকার । আজ রক্তদান শিবিরে ২৫ জন রক্তদান করেন। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে রক্তদাতাদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। রক্তদান শিবিরের পাশাপাশি এস এফ আই এর পক্ষ থেকে কান্দি মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়।