সৌম্যদ্যুতি ভৌমিক: চিন্তন নিউজ:৬ই সেপ্টেম্বর,২০২০:- সত্তরের দশক। অতিবাম প্রতিক্রিয়াশীল এবং রাষ্ট্রীয় সমাজবিরোধী গুন্ডাদের নিষিদ্ধ প্রণয়ে বাংলার আকাশে তখন আতঙ্কের কালো মেঘের ছায়া, বাতাসে বারুদের গন্ধ এবং মাটিতে রক্তের দাগ । প্রবীন স্বাধীনতা সংগ্রামী হাওড়া জেলার প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা ও হাওড়ায় কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড জীবন মাইতি ১৯৭০ সালের ২০শে আগস্ট বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হন । ৭-৮ জন সশস্ত্র গুন্ডা বাহিনীর সঙ্গে অতিবিক্রমে লড়াই করে গুরুতর আহত হন । প্রায় ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর ৫ই সেপ্টেম্বর তাঁর জীবনাবসান ঘটে ।
২০১৫ সাল থেকে সি.পি.আই (এম) হাওড়া জেলা দপ্তরে রক্তের সংকট মোকাবিলায় ধারাবাহিকভাবে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে । বর্তমানে কোভিড -১৯ অতিমারিতে ব্লাড ব্যাঙ্কগুলোকে সচল রাখতে এবং শারীরিক দূরত্ববিধি বজায় রাখতে প্রতিটি এরিয়া কমিটিতে আলাদা আলাদা করে রক্তদান শিবিরের আয়োজনের পরিকল্পনা নেওয়া হয় । লক্ষ্য ছিলো ২০টি এরিয়া কমিটির মাধ্যমে ১০০০ ইউনিট রক্তের যোগান দেওয়া ।
বি. গার্ডেন এরিয়া কমিটির পক্ষ থেকে শহীদ কমরেড জীবন মাইতি সহ আমাদের এলাকার প্রিয় অমর শহীদ কমরেড অসীম গাঙ্গুলী, কমরেড মধু পন্ডিত, কমরেড ভবতোষ সান্যাল এবং কমরেড রাজেন কুন্ডু’র শ্রদ্ধা ও স্মরণে লক্ষ্মীনারায়ণতলার ভাগ্যশ্রী হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সকালে ১০টা ৩০শে বি. গার্ডেন এরিয়া কমিটির দায়িত্বপ্রাপ্ত হাওড়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সুমিত্র অধিকারী রক্ত পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই রক্তদান কর্মসূচীর সূচনা করেন ।
হাওড়া জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড স্বপ্না ভট্টাচার্যের সভাপতিত্বে সমস্ত অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় । এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড সুশান্ত দাস । এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুজিত মুখার্জী শহীদ কমরেড জীবন মাইতি সহ আমাদের এলাকার প্রিয় অমর শহীদদের স্মরণ করে রক্তদান প্রসঙ্গে আলোচনা করেন । ভারতীয় গণনাট্য বি. গার্ডেন প্রত্যাশা শাখার শহীদ স্মরণে গানের পর সভাপতি ও জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বক্তব্য রাখেন । এছাড়াও এরিয়া কমিটির সকল সদস্যসহ অন্যান্য শাখার সম্পাদক এবং সাধারণ পার্টি সদস্য দরদীদের উপস্থিতি লক্ষ্নীয় । আজকের রক্তদান শিবিরে মোট ৩৮ জন রক্ত দেন যদিও আরও ৫/৬ জন ইচ্ছুক ব্যক্তি শারীরিক কারণে রক্ত দিতে পারেন না ।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালিত হলেও গত কাল রাত্রে পতাকা দ্বারা এলাকা সুসজ্জিত করার সময় কিছু তৃণমূলী দুর্ষ্কৃতি বাধা দিতে এলে উপস্থিত কমরেডের সঙ্গে বচসা হয় । ফলতঃ শিবিরকে কেন্দ্র করে সামান্য উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়নি ।
বি. গার্ডেন এরিয়া কমিটির ন্যায় বাকি ১৯টি এরিয়া কমিটিও সুন্দরভাবে রক্তদান শিবিরের আয়োজন করে । কমবেশী সকল এরিয়া কমিটিতে গড়ে ৪০ থেকে ৫০ জন রক্তদান করেন । ফলতঃ আমাদের ১০০০ ইউনিট রক্তের যোগান দেওয়া মোটামুটি ভাবে সফল হয় । কিন্তু কথায় আছে সারমেয়র লেজ শত প্রচেষ্টাতেও সোজা হয় না । গোটা রাজ্য জুড়ে পায়ের তলার মাটি আলগা হয়ে যাওয়া স্বত্বেও তৃণমূল তার সমাজবিরোধী মনোভাব ও অসভ্যতার চিহ্ন রেখে যাওয়ার ক্ষেত্রে নিজ ঘৃণ্য মানবতা বিরোধী নগ্নরুপে বহিঃপ্রকাশ হবেই । তাই পূর্ব ডোমজুড়ের অন্তর্গত বাঁকড়া এরিয়া কমিটির রক্তদান শিবির চলাকালীন হিংস্র আক্রমণ নামিয়ে আনে । বোমাবাজি ও ভাঙচুর চালায় বাঁকড়া পার্টি অফিসে আয়োজিত রক্তদান শিবিরে । রক্তদাতা সহ ডাক্তার ও উপস্থিত স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হন । এমনকি নিজেদের অমানবিকতার পরিচয় দিতে গৃহীত রক্তের প্যাকেটও ছিঁড়ে ফেলে । ফলতঃ নষ্ট হয় ৩০ ইউনিট মূল্যবান রক্ত । গোটা জেলা জুড়ে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে ধিক্কার প্রদর্শিত হয় । জেলা সম্পাদক কমরেড বিপ্লব মজুমদার সহ প্রত্যেক নেতৃত্ব এই নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান । সন্ধ্যাবেলায় শিবপুর ট্রামডিপোতে বাঁকড়ার ঘটনা নিয়ে প্রতিবাদ সভা হয় । কমরেড প্রণব চ্যাটার্জী, কমরেড নাসিরুদ্দীন সহ অন্যান্য নেতৃত্বের সঙ্গে জেলার যুব সভাপতি কমরেড শৈলেন্দ্র কুমার রাই ঘটনার নিন্দা করে আগামী দিনে প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে যুব সংগঠনকে তীব্র লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান । আগামীকাল গোটা শহর জুড়ে বাঁকড়ার ঘটনার প্রতিবাদের ধিক্কার মিছিল হবে। বি. গার্ডেন এরিয়া কমিটির সিদ্ধান্ত নিয়েছে আগামী কাল দেশ জুড়ে ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদে এবং বেকার যুবদের কাজের দাবীতে আগামীকাল বিকাল ৫ টায় দানেশ সেখ লেন মোড়ে বি.গার্ডেন লোকাল কমিটির অনুষ্ঠিত যুব কনভেনশনের পরে পার্টি অফিস থেকে ধিক্কার মিছিল সংঘটিত হবে।
