জেলা

বীরভূমের খবর


চিন্তন নিউজ:৩০শে সেপ্টেম্বর:-রণদীপ মিত্রের রিপোর্ট: আজ বুধবার বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্ণীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক, নির্মান সহায়ক, পঞ্চায়েত কর্মী ও ভিএলই-রা একটি চিঠি পাঠিয়েছে বিডিওকে। অভিযোগ, কিছুদিন যাবৎ প্রতিনিয়ত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দুষ্কৃতি হামলা হচ্ছে  এবং কর্মীরা গ্রাম পঞ্চায়েত কার্যালয় আসাকালীন দুষ্কৃতি হামলার শিকার হচ্ছেন।

এছাড়াও রাস্তায় এবং অফিসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাননাশের হূমকি দিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এমনকি মোটর সাইকেলের যন্ত্রাংশ নষ্ট ও তেল পর্যন্ত বের করে নিচ্ছে দুষ্কৃতিরা। শুধু তাই নয়, কার্যালয় ঢুকেও পঞ্চায়েতের সম্পত্তি ও নথিপত্র নষ্ট করতেও পিছপা হচ্ছে না তারা। সমস্ত জায়গায় বিষয়টি জানিয়েও কোনও সুরাহা মিলছে না। তাই এমন অবস্থায় পঞ্চায়েত কর্মীরা কার্যালয়ে যেতে অপারগ। বুধবার পঞ্চায়েত কর্মীদের এই অভিযোগ লিখিত আকারে পৌছেছে বিডিও-র কাছে। এব্যাপারে জিজ্ঞাসা করা হলে দুবরাজপুরের বিডিও জানিয়েছেন, ‘‘অভিযোগ পেয়েছি। পুলিসকে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে বলেছি। প্রধানকেও এব্যাপারে উদ্যোগ নিতে বলেছি।’’অভিযোগকারী পঞ্চায়েত কর্মীদের একজন নিরাপত্তার কারনে নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, ‘‘এদিনও এক কর্মীর রাস্তা আটকে ছিল দু্ষ্কৃতিরা। কোনওমতে পড়ি কি মরি করে ওই কর্মী অফিস পৌছেছেন। গত সোমবার অফিসে ঢুকে দু্ষ্কৃতিরা প্রধানের টেবিল ভেঙে দিয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এই দুষ্কৃতি দৌরাত্মে নেতৃত্ব দিচ্ছেন আদমপুর গ্রামের কয়েকজন। তৃণমূলের একচেটিয়া দখলদারিতে থাকা গ্রাম আদমপুর। দুষ্কৃতিদের মধ্যে চিহ্নিত মুখগুলো সকলেই তৃণমূলী বলেই পরিচিত।  দুবরাজপুরের সিপিআই(এম) নেতা শীতল বাউরি এই ঘটনায় ক্ষোভের সাথে জানিয়েছেন, ‘‘তৃণমূলী রাজত্বে পঞ্চায়েত মানুষের নেই। দুষ্কৃতিরাজ, লুঠতরাজ, শাসকদলের নেতাদের করে খাওয়ার জায়গা হয়ে উঠেছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে আরও একবার তা দেখিয়ে দিয়েছে। আমাদের দাবি, পঞ্চায়েতকে ফের মানুষ ভরসা, নির্ভরতার জায়গায় ফেরাতে হবে।’’

চিন্তন নিউজ: ৩০শে সেপ্টেম্বর:শ্রীমন্ত মুখার্জির রিপোর্ট:- মুরারই থানা এলাকার মুর্শিদ পাড়া গ্রামের ও ডুমুর গ্রামের এবং মহঃবাজার, উত্তরপ্রদেশের ধর্ষণের প্রতিবাদে ছাত্র, যুব, মহিলাসমিতির উদ্যোগে মিছিল ও পথসভা।

সংবাদদাতা সুমন মাল জানাচ্ছেন, উত্তরপ্রদেশের হাথরাস জেলায় দলিত তরুণীর ওপর দলবদ্ধ ধর্ষণ ও হত‍্যা, ও বীরভূম জেলার মুরারই এর ডুমুরগ্ৰামে ছয় বছরের নাবালিকাকে ধর্ষণ এবং মহম্মদ বাজারে আদিবাসি মহিলাকে ধর্ষণের প্রতিবাদে আজ নলহাটিতে এইড‌ওয়া, ডিওয়াইএফ‌আই ও এস‌এফ‌আই এর বিক্ষোভ সভা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।