জেলা

বীরভূমের মার্কসীয় বুকস্টলের খবর


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৪শে অক্টোবর:- সাধারণ দিন হোক বা উৎসবের দিন, সামাজিক দায়বদ্ধতা পালনে সর্বদা মানুষের পাশে রামপুরহাটের এস‌এফ‌আই- ডিওয়াইএফ‌আই কর্মীরা। রামপুরহাটের মার্কসীয় বুক স্টলের সামনেএস‌ – ডিওয়াইএফ‌আই-র কর্মীরা প্রায় ১০০০ মাস্ক বিতরণ করলো ও পথ চলতি মানুষদের হাতে স্যানিটাইজার ও তুলে দেওয়া হয়। উৎসবের দিনে মাস্কহীন মানুষদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। পথ চলতি মানুষের কাছে আবেদন করা হয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। উপস্থিত ছিলেন সংগঠন দুটির পক্ষ থেকে অমিতাভ সিং, আফতাব হোসেন, সুশান্ত মন্ডল, তুষার মন্ডল, ইউসুফ সেখ, সুগত হাজরা সহ অন্যান্যরা।।

গতকাল, ২৩ শে অক্টোবর২০ ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) মুরার‌ই এরিয়া কমিটির উদ্যোগে মার্কসীয় বুক স্টলের উদ্বোধন হলো। সিপিআই( এম) বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড সঞ্জীব বর্মন বুক স্টলের উদ্বোধন করেন। বুক স্টল উদ্বোধন উপলক্ষে একটি সংক্ষিপ্ত সভা হয়। প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড দুকড়ী রাজবংশী সভায় সভাপতিত্ব করেন। কমরেড সঞ্জীব বর্মন অত্যন্ত সময়োপযোগী বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বইয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। উপস্থিত সবার মধ্যে বই কেনার আগ্রহ ছিল এবং প্রথম দিনেই অনেক বই বিক্রি হয়। একইভাবে সিউড়ী শহর এরিয়া কমিটির উদ্যোগে প্রগতিশীলতার লক্ষ্যে মার্কসীয় বুক স্টলের খোলা হয়। উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ডাঃ রামচন্দ্র ডোম। এই স্টলের প্রথম ক্রেতা বীরভূমের প্রাণপুরুষ জননেতা ব্রজ মুখার্জি। বই এর স্টলের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে এলাকার নেতৃত্ব জানান, অনেকেই আসছেন বই দেখছেন, কেউ কেউ কিনছেন। কিন্তু মূল যে বিষয়টি তাঁদের উদ্বুদ্ধ করছে তা হলো, সাধারণ মানুষ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দ্বিচারীতার ও অযৌক্তিক কর্মকান্ডের বিরোধীতা করে নানান মন্তব্যও করছেন।

ইলামবাজার এরিয়া কমিটির উদ্যোগেও সম্প্রীতি ও প্রগতিশীলতার লক্ষ্যে ইলামবাজার বাসস্ট্যান্ডে শারদীয়া উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও খোলা হয় মার্কসীয় বুক স্টল। উদ্বোধন করতে গিয়ে জেলার নেতা কামালউদ্দিন বলেন, স্বাস্থ্য সচেতনতা ও দুরত্ব বিধি বজায় রেখে শারদ উৎসব উপভোগ করুন এবং বামপন্থার প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দিন। বুকস্টলকে ঘিরে পথচলতি মানুষ, মন্ডপ দর্শনার্থী, ও সাধারন মানুষের উৎসাহ এবং ক্রেতা দের আগ্রহ ছিল নজরকাড়া।

লাভপুরে মার্কসীয় বুকস্টল উদ্বোধন করেন জেলা নেতৃত্ব দীপঙ্কর চক্রবর্তী। উপস্থিত ছিলেন মানিক মন্ডল, সৈয়দ মাহফজুল করিম, পল্টু কোঁড়া প্রমুখ ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।