রাজ্য

জলে ভাসছে কোটি কোটি টাকার জীবনদায়ী ওষুধ, অক্সিজেন সিলিন্ডার।


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২০শে সেপ্টেম্বর:– নিম্নচাপের জেরে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে অবিরাম ধারায় বৃষ্টি। সব জেলার সাথে ক্ষতিগ্রস্ত কলকাতাও। কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমছে। জনগন সরাসরি দায়ী করেছে পুরসভাকে কারণ এই জল জমার প্রধান কারণ বেহাল নিকাশি ব্যবস্থা। সব জায়গার সাথে জল জমেছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। সুত্র থেকে জানা গেছে স্টোর রুমে জল জমেছে হাঁটু পর্যন্ত। সেই জলে ভাসছে কোটি কোটি টাকার জীবনদায়ী ওষুধ। ভাসছে অক্সিজেন সিলিন্ডার। করোনা কালে অতিপ্রয়োজনীয় স্যানিটাইজার ও ওষুধপত্র জলে ভাসছে। লিফট এর কাছে প্রায় কোমর সমান জল।ট্রপিক্যাল এর কর্মীরা মরিয়া চেষ্টা চালাচ্ছেন ওষুধ গুলো উদ্ধার করতে। কেউ কেউ জলের মধ্যে কোনরকমে চেয়ারে জবুথবু হয়ে বসে কম্পিউটারে বসে কাজ করছেন। আর এই পরিস্থিতিতে প্রচুর জীবনদায়ী ওষুধ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত: গত রবিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি ।অতিবৃষ্টিতে জল জমতে শুরু করে কলকাতা জুড়ে। আশঙ্কা সত্যি করে জল ঢুকে পড়ে ট্রপিক্যাল এর গেটে এবং সেই জল বাড়তে বাড়তে একেবারে স্টোর রুমে। উত্তর পশ্চিম বঙ্গপোসাগরে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত আর তার জেরে দক্ষিনবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা।তার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে বানভাসি কলকাতা। বহু জায়গায় জল জমেছে আর তার ফলে দূর্ভোগে পড়েছেন শহরবাসী।আর এই অবস্থায় ট্রপিক্যাল সহ অন্যান্য হাসপাতালের অবস্থাও তথৈবচ। এরকম অবস্থায় জেরবার মানুষের মনে প্রশ্ন, সরকারের ভূমিকা নিয়েও কর্পোরেশনের উদাসীনতা নিয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।