মিতা দত্ত : চিন্তন নিউজ: ৫ই অক্টোবর:- করোনার আগমন ও শাসকের অবিবেচনাপ্রসূত লকডাউনে যখন সাধারণ মানুষ দিশেহারা তখন আমরা প্রত্যক্ষ করেছি এস,এফ,আই এর পতাকাতলে ছাত্ররা তাদের হাত বাড়িয়ে দিয়েছেন মানুযের কল্যাণে।যাদের কেউ নেই, তাদের সঙ্গে প্রতিনিয়ত রয়েছে লড়াইয়ের ময়দানে । কারণ শাসকশ্রেণীর ছাত্রবিরোধী নীতি তাদের বাধ্য করছে লড়াই এর ময়দানে থাকতে।

গতকাল বহরমপুর শহরের কেন্দ্রভূমি হয়ে উঠেছিলো ছাত্রদের দাবীতে উত্তাল । সেই দাবীর মধ্যে একদিকে যেমন ছিলো জাতীয় শিক্ষানীতির নামে শিক্ষার ওপর আক্রমণ বন্ধ করা , লকডাউন পিরিয়ডে ফিস বন্ধ, যোগীরাজ্যে মেয়েদের ওপর নৃশংসতা, অন্যদিকে ছিলো মুর্শিদাবাদে বহুদিনের আকাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন চালু করা। এই দাবীতে বহরমপুরের আকাশবাতাস মুখরিত হয়েছে। মুর্শিদাবাদ জেলা এস,এফ,আই এর ডাকে এই মিছিল ও পথসভা সংগঠিত হয়েছে। উপস্থিত ছিলেন এসএফআই এর সর্বভারতীয় নেতৃত্ব দীপ্সিতা ধর, রাজ্য নেতৃত্ব প্রতিকুর রহমান।

যদিও পথসভার স্থান ছিলো টেক্সটাইল মোড় কিন্তু বিজেপির কৃষকদের সর্বনাশা বিলের সমর্থনে সমাবেশ থাকায় পুলিশ এস,এফ,আই এর সমাবেশে ক্যালেক্টরেট মোড়ে বাধা দেয়।ওখানেই ছাত্ররা সমাবেশ করে। স্লোগানে স্লোগানে এস,এফ,আই বুঝিয়ে দেয় ,তারা আছে, থাকবে। কোনো আক্রমণেই তারা পিছোপা হবে না।।এই সমাবেশে উপস্থিত ছিলেন সর্বভারতীয় নেত্রী যা লড়াইকে একটা অন্য মাত্রা দেয়।
