চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ২৮শে অক্টোবর – আজ খন্ডঘোষ পার্টি অফিসে কৃষক সভার উদ্যোগে কৃষক বিরোধী কৃষি আইন প্রসঙ্গে বক্তব্য রাখেন জেলা কৃষক সভার সম্পাদক সৈয়দ হোসেন। সভায় উপস্থিত ছিলেন কৃষক নেতা বিনোদ ঘোষ ও দেশবন্ধু হাজরা।
খন্ডঘোষ ১ এরিয়া কমিটির শাঁকারীতে ২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচি পালিত হয়। একই ভাবে মেমারি ১ পশ্চিম, ইছাপুর উত্তরেও এই কর্মসূচি পালিত হয়।