কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ, ১১ অক্টোবর: আজ আদিবাসী অধিকার মঞ্চের প্রথম অধিবেশন হয় মেমারি ১, পশ্চিম এরিয়া এলাকায়। মহিলাদের উপর শারীরিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।
পার্টি সদস্যের জীবনাবসান – বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডে বাবুর বাগের অত্যন্ত জনপ্রিয় ও নিষ্ঠাবান পার্টি সদস্য সমীর মিত্র প্রয়াত হন একটি বেসরকারি হাসপাতালে ৬৪ বছর বয়সে। তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে নেতৃত্ব, সদস্য ও এলাকায় যারা একান্তভাবে ভালোবাদতেন তাঁরা যান। গভীর শোকজ্ঞাপন করেন জেলা সম্পাদক অচিন্ত মল্লিক, এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম।
আজ খন্ডঘোষ ২ নম্বর ব্লক কমিটির সগড়াই অঞ্চলে কৃষক সভার ১৭ তম সম্মেলন হয় সেহারাবাজার শ্রমিক ভবনে। উদ্বোধন করেন জিয়াউল হক মিদ্যা। বক্তব্য রাখেন অসীমা রায়, আজফার খাঁন ও অভিনন্দন বক্তব্য রাখেন কৃষক নেতা মাহিফুজ রহমান।