সঞ্জিত দে: চিন্তন নিউজ: ১৮ই এপ্রিলঃ-শুক্রবার কাজ শুরুর আগে চা বাগান ম্যানেজার সব্যসাচী রাহার কাছে লক ডাউন চলাকালীন বকেয়া মজুরি এবং শ্রমিকদের সুরক্ষার জন্য মাস্ক স্যানিটাইজার দেবার দাবি জানায় ধূপগুড়ি ব্লকের বানারহাট থানার চামুর্চি চা বাগানের শ্রমিকরা। শ্রমিকদের এই দাবি শুনে ম্যানেজার জানান মালিক পক্ষ দিলে তবেই তা দেওয়া সম্ভব।
ম্যানেজার সব্যসাচী রাহা কোনো প্রতিশ্রুতি দিতে না পারায় সমস্ত শ্রমিক কাজ না করে ফিরে যায়। শনিবার সকালে ম্যানেজার শ্রমিক সংগঠনের নেতৃত্বদের সাথে আলোচনায় বসেন। এই আলোচনায় ম্যানেজার প্রতিশ্রুতি দেন আগামি ২৮ শে এপ্রিল বকেয়া তিন সপ্তাহের মজুরি প্রদান করা হবে। সরকারের ঘোষিত নিয়ম অনুযায়ী প্রতিদিন যে শ্রমিকরা কাজে আসবেন তাদের সুরক্ষার জন্য মাস্ক স্যানিটাইজার দেওয়া হবে।
এই প্রতিশ্রুতি পেয়ে শ্রমিকরা এদিন ফের চা পাতা তোলার কাজে যোগ দেন। চা বাগান মজদুর ইউনিয়নের নেতা রফিক আনসারি বলেন লক ডাউন ঘোষণার পর ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহের মজুরি অগ্রিম হিসেবে আগামি ২৮ এপ্রিল দেওয়ার কথা স্বীকার করেছেন ম্যানেজার এবং শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করবেন । এর পর বাগানের তিন শ্রমিকসংগঠন এক মত হয়ে কাজ চালুর জন্য রাজি হয়েছে।এদিন ৯৭ জন শ্রমিক চা পাতা তোলার কাজে যোগ দেন।