চিন্তন নিউজ:বাঁকুড়া:- ৩০আগস্ট,২০২০–নীল্টু ঘোষ এর রিপোর্ট- বাঁকুড়ার বিষ্ণুপুরের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বাড়ি থেকে বোমা, বন্দুক ও হাত কামান উদ্ধার! প্রসঙ্গ ক্রমে জানা গিয়েছে যে পূর্ববর্তী প্রধানের হত্যার পর তদন্তে উঠে আসে বর্তমান প্রধানের স্বামীর নাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাকে হেপাজতে নিয়ে জেরা্য জানতে পারা যায় ঐ গচ্ছিত অস্ত্রর কথা। পরে পুলিশ ও গ্রামের মানুষের তল্লাশির পর তিনটি পিস্তল পাঁচ রাউন্ড বোমা ও বেশকিছু তাজা বোমা ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে প্রধানের সাথে চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয় নি।

সংবাদদাতা সঞ্জয় মন্ডল জানান, :- রবিবার সারাভারত ক্ষেতমজুর ইউনিয়ন এর বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের দুবরাজপুর অঞ্চল কমিটির ডাকে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। ষোল দফা দাবির সমর্থনে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, তথা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সভাপতি ও তালডাংড়ার প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র। শ্রীপাত্র সভায় ষোল দফা দাবি সমূহের রাজনৈতিক ও অর্থনৈতিক যৌক্তিকতা ব্যাখ্যা করেন।
সংবাদদাতা ভবতোষ :- রবিবার সিপিআইএম এর তালডাংড়া এরিয়া কমিটির উদ্যোগে এই এলাকার শালদহ সহ বেশ কয়েকটি জায়গায় ষোলদফা দাবীর সমর্থনে মিচ্ছিল সভা ইত্যাদি সংগঠিত হয়। শালদহ গ্রামের পথসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র।
