সন্দীপ সিনহা: চিন্তন নিউজ: ০১/০১/২০২১— আজ ০১/০১/২০২১ ছিল আচার্য সত্যেন্দ্রনাথ বসুর ১২৭ তম জন্মবার্ষিকী । পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এই দিনটি স্থানীয় রামকৃষ্ণ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের নিয়ে পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শ্রী সন্দীপ সিংহ। শ্রী সত্যেন্দ্রনাথ বসুর কর্মজীবন ও তার তাৎপর্য ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেন সিস্টার নিবেদিতা গভমেন্ট কলেজের অধ্যাপক ডক্টর অতনু সাহা । শিক্ষক শ্রী দেবাঞ্জন বসু আচার্য সত্যেন্দ্রনাথ বসুর জীবন দর্শন প্রাঞ্জলভাবে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী সুহাস কান্তি ভট্টাচার্য। বিজ্ঞানচেতনা ও জনবিজ্ঞান প্রসারে এই অনুষ্ঠানটি একটি কার্যকরী ভূমিকা গ্রহণ করে।
অপরদিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে কোভিড১৯ সচেতনতার বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।
বর্তমানে বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স(AQI ) আরো খারাপ হচ্ছে। বর্ষবরণের রাতে বাজি ও ডিজে বর্জনের আবেদন করা হয় মানুষের কাছে। এদিন ব্যান্ডেল চার্চ এর সামনে বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান কর্মীরা এই আবেদন পৌছে দিলেন আগত দর্শনার্থীদের কাছে।
ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনেই মানুষের মধ্যে বর্ষবরণের উৎসব পালনের একটা প্রবণতা দেখা যাচ্ছিল। সে কারণে মানুষ যাতে সচেতন হন সে জন্য এই প্রচার অভিযান করা হয়। মানুষকে মাক্স ব্যবহার করা, নিরাপদ দূরত্ব বজায় রেখে এই উৎসব পালন করার এবং কোনভাবেই ডিজে এবং আতশবাজি ব্যবহার না করার আবেদন করা হয়। এই প্রচার সাধারণ মানুষের মধ্যে খানিকটা হলেও আগ্রহের সঞ্চার করেছে। ফলে আশা করা যাচ্ছে মানুষ এই আবেদনে সাড়া দিয়ে পরিবেশ ও স্বাস্থ্য বিধি মাথায় রেখেই এই বর্ষবরণ উৎসব পালন করবেন।