রাজ্য

‘ভারতীয় উপমহাদেশে যুক্তিবাদের উপর আক্রমণ’-আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ঐতিহাসিক মেসবাহ্ কামাল।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২৬শে আগস্ট:-২৪শে আগস্ট সন্ধ্যায় কমল চক্রবর্তী পাঠাগারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।বিষয় বস্তু ছিল’ভারতীয় উপমহাদেশে যুক্তিবাদের উপর আক্রমণ’.এই আলোচনা সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন ঐতিহাসিক ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ্ কামাল।এসেছিলেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী তথা সাংস্কৃতিক আন্দোলন এর কর্মী জান্নাত এ ফিরদৌস।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ও গনতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের জেলা সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ।তিনি অত্যন্ত মনোগ্রাহী একটি বক্তব্য রাখেন।
এদিন অধ‍্যাপক কামাল যুক্তিবাদের আলোকে এই উপমহাদেশে মৌলবাদী আক্রমণ এর আলোচনা করেন।তিনি বলেন ধর্মের ভিত্তিতে কখনও জাতীয়তাবাদ হয়না,এবং জাতীয়তাবাদের বিকাশ কখনও ধর্মকে অবলম্বন করে গড়ে ওঠেনি।সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করার দায়িত্ব রাষ্ট্রের।ধর্ম যার যার ,রাষ্ট্র সবার।ধর্ম যার যার উৎসব সবার।ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ,মানবমুক্তির সংগ্রাম,ধর্মের বুলিতে লোপ পায়,মানুষের বিচার বুদ্ধি বিবেচনা হ্রাস পায়,… ভারত আজ যে পথে হাঁটছে।ধর্ম নিয়ে যখন রাজনীতি হয়,বিশেষ গোষ্ঠী যখন ধর্মের নামে প্রতিনিধিত্ব করে তখন দেশে গনতন্ত্র থাকে না।আক্রমণ হয় ইতিহাস ,ভাষা ,সংস্কৃতির উপর, যে ব‍্যাবস্থায় লুপ্ত হয় সংখ্যালঘুদের নিরাপত্তা।প্রকৃত স‍ত‍্যে পৌছনোর বাহন হচ্ছে যুক্তি,সত‍্যকে অবদমন করে যুক্তির পরিবর্তে বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আজ,যা অত্যন্ত বিপজ্জনক ও মানবতাবিরোধী।

সঙ্গীত শিল্পী তথা সাংস্কৃতিক আন্দোলনের কর্মী জান্নাত এ ফিরদৌস।
গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের হুগলি জেলা সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।