রাজ্য

রেডভলান্টিয়াসগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও মানুষের খাদ্য সংস্থানে সদা নিয়োজিত


অচিন্ত্য শাসমল: চিন্তন নিউজ:১৬ই মে:- সকলের নিশ্চয়ই স্মরনে আছে যে….গত ৪ঠা মে (04/05/2020) তারিখ রাত্রিতে হলদিয়া টাউনশীপে সর্বপ্রথম করোনা পজিটিভ পাওয়া যায় শংকর সেন বাবুর শরীরে। কিন্তু এ কথাও সকলে শুনেছেন যে,তাঁর পরিবারসহ তাঁদের বাড়ির পরিচারিকার শরীরে কোনোরুপ করোনা পজিটিভ পাওয়া যায় নি। তবুও করোনা মহামারির স্বাস্থ্যবিধি মেনে সবাইকে নিজ নিজ গৃহে একপ্রকার গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে।

এমতাবস্থায় পরিচারিকা আরতি দাস ও তাঁর স্বামী রনজিত দাসের কোনোরুপ কাজ না থাকায়…পরিবারের খাওয়ার সংস্থান করতে পারছে না(যদিও এরমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একবারই কিছু খাদ‍্যসামগ্রী দেওয়া হয়েছে।। এই খবর পাওয়ার সাথেসাথেই সিপিআই(এম) পার্টির রেডভলান্টিয়াস্ গন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে….সম্মানিয়া আরতি দাসের বাড়িতে করোনা মহামারির নিয়মনীতি মেনে অল্পকিছু খাদ‍্যসামগ্রী পৌঁছে দেন। সেই সাথে পরিযায়ী শ্রমিকদের(যাঁরা বর্তমানে কেরালাসহ বিভিন্ন রাজ‍্যে রয়েছে)পরিবারের সাথে দেখা করা এবং তাঁদের হাতে অল্পকিছু খাদ‍্যসামগ্রীও তুলে দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।