বিজ্ঞান ও প্রযুক্তি

খেলার ছলে জ্যোতির্বিজ্ঞান,সৌরজগত ও কুসংস্কার,


সন্দীপ সিনহা:চিন্তন নিউজ:১৯শে ফেব্রুয়ারি:–ভূকেন্দ্রিক বিশ্বব্যবস্থা নয় সৌরকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এই বৈজ্ঞানিক সত্য কে প্রচার করার জন্য ক্রিশ্চান ধর্ম যাজকদের বিচার সভায় জিওর্দানো ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দেওয়া হয়।১৬০০ খৃষ্টাব্দে১৭ই ফেব্রুয়ারি ব্রুনোকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়।বিজ্ঞানের সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে ব্রুনোর আত্মহুতির দিনটিকে জ্যোতির্বিজ্ঞান দিবস হিসাবে পালন করার আহ্বান জানাই।পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ।

জিওর্দানো ব্রুণো ছিলেন ইতালির একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক, গণিতজ্ঞ। ১৬০০খ্রীষ্টাব্দের ১৭‌ই ফেব্রুয়ারি তিনি শহীদ হয়েছিলেন।বিজ্ঞানের প্রথম শহীদ।

এই দিনটিকে শ্রদ্ধার সাথে উদযাপন করার উদ্দেশ্যে ব্যাণ্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রর পক্ষ থেকে বিদ্যামন্দির গার্লস স্কুলে সকাল আট টায় আলোচনা সভা এবং খেলার ছলে জ্যাতিষ বিজ্ঞান অনুষ্ঠিত হয় ৷অনুষ্ঠানে আলোচনা করেন দেবাশিষ মণ্ডল ৷প্রশ্ন করো, খেলার ছলে জ্যোতির্বিজ্ঞান,সৌরজগত ও কুসংস্কার, এই ছিল আলোচ্য বিষয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।