খেলাধূলা রাজ্য

এশিয়া কাপের নায়কের মা বাস কনডাক্টর।


মীরা দাস, চিন্তন নিউজ, ১৬ সেপ্টেম্বর: মা বাসের কনডাক্টর, দশ বছর বয়সে বাবাকে হারিয়েছে অথর্ব আঙ্কোলেকর। এই কিশোর খেলোয়াড়ের বেড়ে ওঠা আর পাঁচটা ছেলের মত নয়। মা বিইএসটি তে বাস কনডাক্টরের কাজ করেন, তিনি পরিবারের একমাত্র রোজগেরে। তার মা -ই অথর্বর এই ক্রিকেট লড়াইয়ের সর্বক্ষনের সঙ্গী। তার পরিবারের লড়াইকে ব্যর্থ হতে দেয়নি অথর্ব।

বাংলাদেশকে মাত্র পাঁচ রানে হারিয়ে শনিবার অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৫০ ওভারে ১০৭ রানের লক্ষ্যে পৌঁছানো খুব একটা কঠিন ছিল না প্রতিবেশীদের কাছে। তবু ১০১ রানে বাংলাদেশ আটকে গেল। বেশীর ভাগটাই সম্ভব হয়েছে অথর্ব আঙ্কোলারের একার প্রচেষ্টাতেই। তিনি একাই পাঁচটি উইকেট (৮-২ -২৮ -৫) নিয়ে ব্যাট হাতে বাংলার করণলালের প্রচেষ্টাকে বৃথা যেতে দিলেন না।

অথর্ব আঙ্কোলেকর গোটা এশিয়া কাপে সাড়া জাগানো পারফরমেন্স করে গেছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পাশাপাশি আফগানিস্থান ম্যাচেও দুর্দান্ত খেলেছেন, পাশাপাশি তিনি চারটি উইকেট শিকার করেছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।