সীমা বিশ্বাস, আসাম,২৭সেপ্টেম্বর, চিন্তন নিউজ:– সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে তিন কৃষক বিরোধী কৃষি আইন এবং শ্রমিক বিরোধী শ্রম আইন প্রত্যাহার করার দাবিতে সমগ্র দেশের সঙ্গে আসামে ভারত বনধ্ জণসাধারণে সফল ভাবে রূপায়ণ করে। উল্লেখযোগ্য যে বনধ্কে সমর্থন করে বিভিন্ন জেলায় বাস চলাচল এবং গুয়াহাটি সহ বিভিন্ন শহরে সিটি বাস চলাচল একপ্রকার বন্ধ থাকে।
রাজ্যে বিভিন্ন অঞ্চলে বহু সরকারি বেসরকারি কার্যালয় বন্ধ থাকে। রাজ্যে বিজেপি বিরোধী প্রায় রাজনৈতিক দল বন্ধের পক্ষে সমর্থন জানায়। অন্যদিকে পথ পরিবহন শ্রমিক সংস্থা নিজস্বভাবে চাকা বন্ধের ঘোষণা করে। রাজ্যে বিভিন্ন অঞ্চলে পুলিশ আন্দোলন কারীদের গ্ৰেপ্তার করে।