গোপা মুখার্জী: চিন্তন নিউজ:২৬ শে মার্চ:– করোনা ভাইরাস রুখতে গত মঙ্গলবার (24th march) দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ২১ দিন ‘লক ডাউন ‘। সঙ্গে সঙ্গে বাস,ট্রেন সহ সমস্ত গণ পরিবহণ ব্যবস্থা স্তব্ধ ।মোদিজী বলেছেন বাড়িতে থাকুন, ব্র্রে্ক দ্্য চেন(break the chain) নীতি …..করোনা মোকাবিলায় একদম সঠিক পদক্ষেপ । পাশাপাশি ভাবা দরকার ছিল দেশের একটা বৃহৎ অংশ যারা দেশকে সচল করে রাখে সেই সব দিন মজুর …..এই কঠিন পরিস্থিতিতে তাদের কি হবে? এখনই বা তারা কি অবস্থায় আছেন? গুজরাতের একটি ঘটনা গোটা চিত্রটি পরিষ্কার বলে দিচ্ছে ।
মঙ্গলবার রাতে যখন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ‘লক ডাউন ‘ঘোষণা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন তখন রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলের প্রায় দু হাজারের বেশি মানুষ, যারা পেটের দায়ে কাজ করতে গিয়েছিলেন গুজরাতের আমদাবাদে তাদের চোখে নেমে আসে দুশ্চিন্তার কালো ছায়া ।
এরা বেশির ভাগই নির্মাণ শিল্পের যোগানদার এবং তাদের পরিবার ।কাজ নেই , বাড়ি ফিরবেন ।কিন্তু কিভাবে! বাস, ট্রেন সব বন্ধ ।শুরু হল হাঁটা ।নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই সুদূর গুজরাত থেকে রাজস্থান প্রায় ১২৫ কিমি পথ হাঁটা শুরু করলেন । প্রতিটি জায়গায় পুলিশ আটকে দিচ্ছে। কিন্তু নেই খাবার, পানীয় জলের কোনো ব্যবস্থা । বাড়ি ফেরার আশায় অসহায় ক্লান্ত মানুষ হাঁটছেন । কবে বাড়ি ফিরবেন কে জানে!