জেলা

হাওড়া জেলার খবর—


চিন্তন নিউজ:৭ই আগস্ট:- সংবাদদাতা — লাল্টু ঘোষ। প্রকল্প কর্মীদের চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করতে, অবসরগ্ৰহণকালীন সুযোগ সুবিধার দাবিতে প্রকল্প বেসরকারী করণ রুখতে, বাজেটে প্রকল্পকর্মীদের ব্যয়বরাদ্দ বৃদ্ধি সহ ২৫ দফা দাবীর ভিত্তিতে সারাভারত ধর্মঘটের ডাক দিয়েছে মিড-ডে-মিল কর্মী, আইসিডিএস কর্মী, আশাকর্মী, এসএসএম, এনসিএলটি। হাওড়া ফ্লাইওভারের নীচে সিটু, আইএনটিইউসি, টিইউসিসি, এআইইউটিইউসি সহ একাধিক সংগঠনের ডাকে আজ বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ডেপুটেশন দেওয়া হয় জেলাশাসকের কাছে। আগামী দিনে আরও জোরদার আন্দোলন গড়ে তুলতে কর্মীরা বদ্ধপরিকর।

উলুবেড়িয়া মহুকুমাশাসকের দপ্তরের সামনেও প্রকল্প সংগঠনের কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন এবং ডেপুটেশন দেন।

ডিওয়াইএফআই হাওড়া দক্ষিণ আঞ্চলিক কমিটির উদ্যোগে মৌখালী ইউনিটের সক্রিয় অংশগ্ৰহণে আজ প্রেসকোয়ার্টার, নয়াবাজার এলাকায় স্যানিটাইজেশন করা হয়।

সংবাদদাতা– আশিস কংসবণিক ডিওয়াইএফআই বালি-জগাছা উত্তর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে নিশ্চিন্দা দক্ষিণপাড়া ও দিঘিরপাড় অঞ্চলে দীর্ঘদিন ধরে জমা জল নিষ্কাশনের দাবিতে এলাকাবাসীর সই সংগ্ৰহ করা হয়। স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই। এই সই সম্বলিত স্মারকলিপি দেওয়ার পরেও কাজ না হলে বড় আন্দোলনের পথে যেতে দায়বদ্ধ যুব সংগঠন। ম্যালেরিয়া ও ডেঙ্গুর হাত থেকে পরিত্রাণ পেতে এলাকার বাসিন্দাদের সাথে নিয়েই আন্দোলন চলবে।

-মৃন্ময়ী রং:-৭ইআগষ্ট:- জাতীয় শিক্ষানীতি ২০২০প্রস্তাবিত বিলের বিরোধিতা করে হাওড়া ময়দান অঞ্চলে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি ও অংশগ্রহণ করে। সভাপতি মহম্মদ আলাউদ্দিন,বক্তা জয়দেব সান্যাল, তপন সরকার,পার্থ ভট্টাচার্য এবং ওমপ্রকাশ পান্ডে। এই অঞ্চলের পথচলিত মানুষ জন পথসভার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।
বিরোধিতা আন্দোলন সম্প্রসারিত করার আহ্বান জানান হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।