চিন্তন নিউজ: ৭ই আগস্ট:- দেবী দাস:- ‘এগিয়ে বাংলায়’দীর্ঘদিন ধরে অবহেলা, বঞ্চনার শিকার একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের প্রকল্প কর্মীরা। আই সি ডি এস কর্মী, আশা কর্মীরা কোভিড মোকাবিলায় এলাকায় প্রত্যেক বাড়িতে গিয়ে সার্ভে করে রিপোর্ট জমা দিচ্ছেন কিন্তু তাঁদের নেই কোনো সুরক্ষা বীমা , জোটেনা পরিমাণমত স্যানিটাইজার। মিড ডে মিল কর্মীদের অনেক জেলাতেই চারমাসের বেতন বাকী। একেই তো ন্যুনতম বেতনে(১৫০০) বছরে দশ মাসের অনুদান পান, তাও সময়মতো জোটেনা। আইসিডিএস, আশা, এসএসএম, মিড-ডে-মিল, এনসিএলটি মিলিতভাবে রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের সমর্থনে কলকাতা জেলার উদ্যোগে এলিট সিনেমার সামনে এক কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। উপস্থিতথেকে বক্তব্য রাখেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন বিরোধী দলনেত্রী রত্না রায় মজুমদার, আইসিডিএস রাজ্য সম্পাদিকা রত্না দত্ত, জেলা নেতৃত্ব মিতা ঘোষ, মৃণাল রায়চৌধুরী ও চন্দ্রশেখর সেনাপতি প্রমুখ অন্যান্য প্রকল্প কর্মীদের নেতৃত্ব।
আজ বাঘাযতীন এরিয়া কমিটির আহ্বানে প্রিয় জননেতা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা খেটে খাওয়া মানুষের অধিকার অর্জনের লড়াইয়ের নেতা শ্যামল চক্রবর্তীর প্রয়ানে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।এই শোক মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, বিধানসভা র অন্যতম বাম নেতৃত্ব প্রিয় নেতা ডঃসুজন চক্রবর্তী।
