জেলা

হাওড়া জেলার খবর—


চিন্তন নিউজ:৯ই আগস্ট: সংবাদদাতা—কুন্তল দাস। উলুবেড়িয়া বর্তমান রাজ্য-রাজনীতিতে এক হট্স্পট।একের পর এক ঝোড়ো ইনিংসে শাসকপক্ষকে সপাটে গ্যালারির বাইরে নিক্ষেপ করতে বদ্ধপরিকর এলাকার বামপন্থী কর্মী সমর্থেরা।অতীতের বেশ কিছু তাৎপর্য পূর্ণ ঘটনাকে পুরোদস্তুর শাসকের কপালে ভাঁজ ফেলিয়েছে এই বামপন্থীরাই।মানুষের প্রয়োজনে তাই পায়ের তলার মাটি পুনরুদ্ধারে যথেষ্ট সাবলীলতার ধারাবাহিকতা অব্যাহত।আজ 9 ই আগষ্ট 2020, ঐতিহাসিক আগষ্ট বিপ্লবের মোড়কে আজ তারা ভারত বাঁচাও দিবস /জেলভরো কর্মসূচী পালন করলো বামপন্থী শ্রমিক কৃষকের জনসমাগম। জনপ্লাবনে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল উলুবেড়িয়ার জনপথ।ভীড় উপচে পড়ল কৃষক শ্রমিকের নজরকাড়া উপস্থিতিতে।বিভিন্ন রাষ্টায়াত্ত্ব সংস্থা বেসরকারী করতে দেবো না,লড়াই চলুক শেষ অব্দি নতুন শ্রম আইন মানছি না।ভাঁওতাবাজ,কুলাঙ্গার কেন্দ্রীয় সরকারের নজরে দেশের সম্পত্তি বিক্রী হতে দেবোনা।শাসকের কয়েদখানাও প্রতিবাদ আন্দোলনের আগুনে পুড়ে ছাই হয়ে যাক অত্যাবশকীয় পন্যপরিষেবার উপর অর্ডিন্যন্স প্রত্যাহার করতেই হবে।এরকম ই দাবী আদায়ে পথে নামলো বাম শ্রমিক কৃষকের জনগন।

সংবাদদাতা—–দেবাশিস কারক।অধিকার কেড়ে নিতে হয়, অধিকার বুঝে নিতে হয়। আজ জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগে বড়গাছিয়া সন্ধ্যাবাজারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। পথচলতি মানুষের উপস্থিতি আশাব্যঞ্জক। বামপন্থী গণসংগঠনগুলোর প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে একথা খুব সঠিক।

সংবাদদাতা—-সরোজ দাস। ভারত বাঁচাও’ এই দাবীতে সিপিআই(এম)বালি বেলুড় এরিয়া কমিটির অন্তর্গত বামপন্থীছাত্র- যুব- মহিলা- সিটুর অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী বেলুড় বাজার নেতাজী পার্কের সামনে।

(৪)ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পালপাড়া অঞ্চলে আজ স্যানিটাইজেশন করা হয়।

সংবাদদাতা—–
আশিস কংসবণিক।এছাড়া বালি-জগাছা উত্তর আঞ্চলিক কমিটি সিটু ও যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে জলমগ্ন দক্ষিণপাড়ায় এলাকাবাসীর সই সংগ্ৰহ করা হয়। আগামীদিনে ডেপুটেশন কর্মসূচি ও‌ এলাকাবাসীকে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে।

সংবাদদাতা— সম্পদ মাকাল সারারাজ্যব্যাপী ‘জেল ভরো’কর্মসূচির অঙ্গ হিসেবে আজ হাওড়ার উলুবেড়িয়ার কর্মসূচীতে আসার পথে তৃণমূলীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন কমরেড হাফিজুল। মৌবেশিয়া থেকে দলবেঁধে তিনটি মোটরবাইকে করে তাঁরা আসছিলেন, অতর্কিতে আক্রমণ নেমে আসে। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

সংবাদদাতা—–
সুমন ঘোষ। সারা ভারত কৃষক সভার ডাকে ডোমজুড়ে ভারত বাঁচাও দিবস পালন হলো। এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিভিন্ন বামপন্থী গণসংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির কথা তাদের বক্তৃতায় তুলে ধরেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।