প্রতিবেদক : কাকলি মৈত্র: চিন্তন নিউজ:- ৮ই ডিসেম্বর:- বুধবার দুপুর ১২,৩০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুননুরে চিফ অফ ডিফেন্স স্টাফ(CDS) এর কপ্টারটি ভেঙ্গে যায় ও তাতে আগুন ধরে যায়। মোট ১৪ জন ছিলেন এই কপ্টারে।
খবরে প্রকাশ দিল্লি থেকে ওয়েলিংটন যাচ্ছিলো সেনা বাহিনীর এই বিমানটি। তামিলনাড়ুর বনমন্ত্রী জানিয়েছেন যে, দুর্ঘটনা ঘটেছে নীলগিরি পাহাড়ের দুর্গম একটি স্থানে । কপ্টারটিতে সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর পত্নী সহ আরো ব্রিগেডিয়ার রা ছিলেন। ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী মন্ত্রীদের সাথে বৈঠক করছেন। রাজনাথ সিং গেছেন রাওয়াতের বাসভবনে।