সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১লা জুলাই:—শ্রমিকরা জবাব দেবেন ধর্মঘটের মাধ্যমে। শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রের মোদী সরকার ।। আর এরই বিরুদ্ধে আগামী ৮ ই জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এর মাধ্যমে বড় ধরনের হুঁশিয়ারি দিতে চলেছেন শ্রমিক শ্রেণী।। তাদের হুঁশিয়ারি এমন ধর্মঘট হবে যা ইতিপূর্বে কোনদিনই হয়নি আর তা ইতিহাস তৈরি করবে।। একথা জানিয়েছেন সিআইটিইউ এর রাজ্য কমিটির সম্পাদক কমরেড অনাদি সাহু।।
মঙ্গলবার ভাটপাড়া মোড়ে কাকিনাড়া , জগদ্দল ও শ্যামনগর ওয়েভারলি জুটমিলের শ্রমিকদের নিয়ে ধর্মঘটের সমর্থনে এক প্রকাশ্য কনভেনশন হয়।। এই কনভেনশন এ কমরেড অনাদি সাহু বলেছেন যে চটশিল্পে ভয়াবহ সঙ্কট নেমে এসেছে।। অথচ কেন্দ্র ও রাজ্য সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।। কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই শ্রমিক স্বার্থবিরোধী।।চটকল গুলো ঠিকাশ্রমিক দিয়ে কম মজুরিতে কাজ চালানো হচ্ছে।। শ্রমিকদের অবসর গ্রহণ এরপর তাদের প্রাপ্য পাওনা সেটাও দিচ্ছে না মিল কতৃপক্ষ।।আচ্ছে দিনের স্লোগান দিয়ে মোদী ক্ষমতায় এলেও সাধারণ শ্রমিক শ্রেণীর আচ্ছে দিন আসেনি।।
আদানিআম্বানীদের হয়ে মোদী সরকার কাজ করছে।।শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে।।এরই বিরুদ্ধে সকল শ্রমজীবী মানুষ আগামী ৮ই জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এ সামিল হবেন।। উঃ ২৪ পরগনার জেলা সম্পাদক কমরেড গার্গী চ্যাটার্জি বলেছেন মোদী সরকার ক্ষমতায় আসার পর শ্রমিকদের উপর ভয়াবহ আক্রমণ নামিয়ে এনেছে।। রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলো সব বেচে দিচ্ছে।। মানুষ কে বিভ্রান্ত করে এন আর সি ,সিএএ চালু করতে চাইছে।। এরই বিরুদ্ধে ধর্মঘট।। সাধারণ ধর্মঘট এর সমর্থনে রানাঘাটের আইশমালি বাজারে এক সমাবেশে প্রাক্তন সাংসদ অলকেশ দাস বলেছেন কেন্দ্র ও রাজ্য সরকার শ্রমিকদের উপর যতই বঞ্চনা করেছে ততই শ্রমিক,খেতমজুর , যুবক রা জোট বাঁধছেন।। বঞ্চনার জবাব দেবেন ধর্মঘটের মাধ্যমে।। তৃণমূল কংগ্রেস এর বাঁধা উপেক্ষা করে এদিন ক্ষীরপাই এরিয়া কমিটির উদ্যোগে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়।।