সায়ঙ্ক মন্ডল: চিন্তন নিউজ: ১৪ই সেপ্টেম্বর:- গতকাল ছিল নীট পরীক্ষা। রাজ্যের বিভিন্ন স্থান থেকে কলকাতায় পরীক্ষা দিতে এসেছে ছাত্রছাত্রীরা। পরীক্ষা শুরু হতে তখন খুব বেশি হলে পঁয়তাল্লিশ মিনিট বাকি। পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়কদের কাছে তাঁর মরিয়া কাকুতিমিনতি করছে ছাত্রীটি। এই কথা শুনতে পান কাছেই ডিউটিতে থাকা পার্ক স্ট্রিট থানার এএসআই হিমাদ্রি রায়।
তিনি জানতে চান, ওই পরীক্ষার্থীর কাছে ছবি এবং আধার কার্ডের সফট কপি আছে কিনা। সেই সফট কপি নিজের ফোনে ভরে বাইকে চড়ে বেরিয়ে পড়েন হিমাদ্রি রায় এবং আধঘন্টার মধ্যে ফিরে আসেন দুটি কালার প্রিন্টআউট সমেত। পরপর দুটি সাইবার ক্যাফে বন্ধ দেখে তৃতীয় একটি ক্যাফের মালিককে ফোন করে ডেকে এনে ক্যাফে খোলান হিমাদ্রি বাবু। যাতে দ্রুত প্রিন্টআউট নেওয়া সম্ভব হয়।
পরীক্ষা যথাসময়ে এবং নির্বিঘ্নেই দিতে পেরেছেন ওই পরীক্ষার্থী। যিনি দ্রুত মুশকিল আসান না করলে পরীক্ষায় বসাটাই ঘোর অনিশ্চিত হয়ে উঠত ছাত্রীটির। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পরীক্ষার্থী ও তার পরিবার ।