দেশ

আবার খবরের শিরোনামে রাজস্থানের শিকার জেলা


সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ ৯ই আগস্ট:- ফের অত্যাচার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের অটোচালক । ঘটনা টি ঘটেছে রাজস্থানে শিকার জেলায় । গফফর আহমেদ নামে এক অটো চালক কে জয় শ্রী রাম নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতে বলা হয়। তিনি তা বলতে অস্বীকার করলে তার উপর চলে অত্যাচার। তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এমনকি তার দাঁড়ি উপরে নেওয়া হয়।এমন কি নিগৃহিতের টাকার ব্যাগও হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর পুলিশ কাছে লিখিত অভিযোগ করেন গফফর আহমেদ।

এর পর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেন। ছয় ঘন্টা ব্যবধানে দু জন দোষীকে গ্রেফতার করা হয় । দোষীদের মধ্যে একজন নাম শম্ভু দয়াল জাট অন্য জনের নাম রাজেন্দ্র জাট । এখন প্রশ্ন এটাই রাম রাজত্বে কি মানুষের উপর অত্যাচার বাড়বে ?এখন প্রশ্ন চিহ্ন জনগণের মুখে । বারবার স্বঘোষিত হিন্দুবাদী দুস্কৃতিদের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিগৃহীত হচ্ছেন, কেউ কেউ মারা ও যাচ্ছেন। এ তো সাম্প্রদায়িক বিভাজনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে মানুষের মত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।