নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৩ই জুলাই:–পুরোনো স্মৃতি ফিরিয়ে শনিবার দুপুর ৩টে নাগাদ নন্দরাম মার্কেটের ন’তলায় আগুন লাগে।প্রাথমিকভাবে ব্যবসায়ীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু আগুন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সম্ভব হয়নি। দমকলে খবর দিলে প্রথমে ছ’টি ইঞ্জিন নিয়ে আগুন নেভাতে আসেন দমকল কর্মীরা। পরে ২০টি ইঞ্জিনের দীর্ঘ চেষ্টায় কয়েক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। নন্দরাম মার্কেট বিল্ডিংয়ের আশেপাশের বাড়ি গুলিকেও কুলিং সিস্টেমে রাখা হয়।আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শট্ সার্কিট থেকে আগুন লেগেছে। এবং কাপড়ের গুদাম থাকায় তা ছড়িয়ে পড়েছে। এখনো কালো ধোঁয়া বেড়োতে দেখা যাচ্ছে। অতএব পকেট আগুন এখনো লেগে রয়েছে বলে অনুমান। এই আগুন ২০০৮ সালের জানুয়ারির ১২তারিখের কথা মনে পড়িয়ে দিচ্ছে।ঐ মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের দোকান থেকে জিনিস সরিয়ে যতটা সম্ভব খালি করে দিয়েছেন।তাঁদের অভিযোগ আজও জলের পাইপলাইন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ঘাটতি রয়ে গেছে।নন্দরাম মার্কেটে আগুন লাগার ফলে বড়বাজারে যান চলাচল বিঘ্নিত হয়।এরফলে তীব্র যানজট দেখা দেয়।
Related Articles
স্থানীয় প্রশাসনের বঞ্চনার বিরুদ্ধে কান্দিতে একযোগে বিদ্রোহে বামফ্রন্ট ও কংগ্রেস।
নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১০ই ডিসেম্বর:–রাজ্যসরকারের বিরুদ্ধে একযোগে আন্দোলনে নামল বামফ্রন্ট ও কংগ্রেস। আজ মুর্শিদাবাদের কান্দিতে বামফ্রন্টের লংমার্চের অঙ্গ হিসাবে ধর্ণায় বসে বাম ও কংগ্রেস একযোগে। আজ কান্দি ব্লক অফিসের সামনে কর্মীরা ধর্ণায় বসে মূলত:ব্লক,পৌরসভা,পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সর্বস্তরের দূর্ণীতির বিরুদ্ধে। স্থানীয় বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেস পৌরসভা,ব্লক,পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমস্ত স্তরে ক্ষমতা দখল করে রেখে […]
বাঁকুড়া রাণীবাঁধের শবর জনগোষ্ঠী জেগে উঠছে।
সোনালী দত্ত দাঁ : চিন্তন নিউজ:৫ই মার্চ:- অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেল রাণীবাঁধের বঞ্চিত মানুষগুলোর।রাণীবাঁধের জঙ্গলমহলের গভীর জঙ্গলে বসবাসকারী শবরগোষ্ঠীর বঞ্চিত মানুষগুলো যারা জীবনযুদ্ধে কোনও রকমে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন। তাদের জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর অথচ তাদের জীবন জীবিকা আজ বিপন্ন। বর্তমান লুঠেরা সরকারের আমলে চলছে অবাধ লুঠ। মানুষের এই দূর্বিসহ অবস্থা থেকে মুক্তির দাবিতে […]
সিভিল ডিফেন্স কর্মীদের বিকাশ ভবন অভিযান
কাকলি চ্যাটার্জি, চিন্তন নিউজ, ২২ জানুয়ারি: সিভিল ডিভিন্সের কর্মীদের বিকাশভবন অভিযান ছিল আজ। পুলিশকে জানানো হয়েছিল আগেই। তবুও সল্টলেক সিটি সেন্টার ১ এর পর মিছিল আর এগোতে দেয়নি পেটোয়া পুলিশবাহিনী। ওখানেই বসে পড়েন আন্দোলনকারীরা, শুরু হয় তর্কাতর্কি। অবশেষে ৪ জনকে ডেপুটেশনে যাওয়ার অনুমতি দেন পুলিশকর্তারা। আন্দোলনকারীদের দাবি প্রত্যেক সিভিল ডিফেন্স ভলান্টিয়ারের সারা মাস ৩০ দিন […]