নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৩ই জুলাই:–পুরোনো স্মৃতি ফিরিয়ে শনিবার দুপুর ৩টে নাগাদ নন্দরাম মার্কেটের ন’তলায় আগুন লাগে।প্রাথমিকভাবে ব্যবসায়ীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু আগুন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সম্ভব হয়নি। দমকলে খবর দিলে প্রথমে ছ’টি ইঞ্জিন নিয়ে আগুন নেভাতে আসেন দমকল কর্মীরা। পরে ২০টি ইঞ্জিনের দীর্ঘ চেষ্টায় কয়েক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। নন্দরাম মার্কেট বিল্ডিংয়ের আশেপাশের বাড়ি গুলিকেও কুলিং সিস্টেমে রাখা হয়।আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শট্ সার্কিট থেকে আগুন লেগেছে। এবং কাপড়ের গুদাম থাকায় তা ছড়িয়ে পড়েছে। এখনো কালো ধোঁয়া বেড়োতে দেখা যাচ্ছে। অতএব পকেট আগুন এখনো লেগে রয়েছে বলে অনুমান। এই আগুন ২০০৮ সালের জানুয়ারির ১২তারিখের কথা মনে পড়িয়ে দিচ্ছে।ঐ মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের দোকান থেকে জিনিস সরিয়ে যতটা সম্ভব খালি করে দিয়েছেন।তাঁদের অভিযোগ আজও জলের পাইপলাইন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ঘাটতি রয়ে গেছে।নন্দরাম মার্কেটে আগুন লাগার ফলে বড়বাজারে যান চলাচল বিঘ্নিত হয়।এরফলে তীব্র যানজট দেখা দেয়।
Related Articles
নির্বিচারে বাড়ছে বিদ্যুতের দাম নাজেহাল মানুষ।
সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১৪ই অক্টোবর:– বেড়েই চলেছে বিদ্যুৎ দাম সবে মাত্র দুটি ঘর ,আলো আর পাখা মিলে চালাতেও মাসে বিল আসে ৪০০/৫০০ টাকা। তার উপর গ্রামের বা মফস্বল এলাকায় বিল আসে তিন মাসের একসাথে ।।। ফলে এই বিল মেটাতে গিয়ে সংসার চালানো প্রায় গলায় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে।। একদিকে জিনিস পত্রের লাগাম ছাড়া দাম তার উপর বিদ্যুতের […]
বন্ধ হয়ে যেতে পারে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা।
শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ৬ জুন: “বাংলার মেলা” বলতে প্রথমেই যে মেলার কথা মনে আসে তা হলো শান্তিনিকেতনের পৌষমেলা। গুরুদেব রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই মেলায় বিশেষ ভাবে অনুভূত হয় বাঙালীর সাংস্কৃতিক জীবনে মেলার গুরুত্ব কতখানি। দেড়শো বছরের পুরোনো ঐতিহ্যবাহী সেই মেলা এ বছর থেকেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে যে বিশ্বভারতী কর্তৃপক্ষ […]
তেভাগা আন্দোলনের স্মৃতি বিজড়িত চন্দনপিঁড়ি ও হরিপুর গ্ৰামে বিপর্যস্ত মানুষগুলোর পাশে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি
মানসী চক্রবর্তী: চিন্তন নিউজ:৭ই জুন:- নামখানা একটি অতি পরিচিত নাম, সুন্দরবনের প্রবেশেদ্বার আজ আমফানের তান্ডবে বিধ্বস্ত। নামখানা পঞ্চায়েত সমিতির উত্তর চন্দনপিঁড়ি, দক্ষিণ চন্দনপিঁড়ি ও সুন্দরিকা নদীর তটে অবস্থিত হরিপুর গ্ৰাম। তেভাগা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই চন্দনপিঁড়ি ও হরিপুর গ্ৰাম। মানবতার তাগিদে এই বিপর্যস্ত মানুষগুলোর কাছে পৌঁছে গেল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার চন্ডীতলা জোনাল […]