রাজ্য

আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার নন্দরাম মার্কেট।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৩ই জুলাই:–পুরোনো স্মৃতি ফিরিয়ে শনিবার দুপুর ৩টে নাগাদ নন্দরাম মার্কেটের ন’তলায় আগুন লাগে।প্রাথমিকভাবে ব্যবসায়ীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু আগুন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সম্ভব হয়নি। দমকলে খবর দিলে প্রথমে ছ’টি ইঞ্জিন নিয়ে আগুন নেভাতে আসেন দমকল কর্মীরা। পরে ২০টি ইঞ্জিনের দীর্ঘ চেষ্টায় কয়েক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। নন্দরাম মার্কেট বিল্ডিংয়ের আশেপাশের বাড়ি গুলিকেও কুলিং সিস্টেমে রাখা হয়।আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শট্ সার্কিট থেকে আগুন লেগেছে। এবং কাপড়ের গুদাম থাকায় তা ছড়িয়ে পড়েছে। এখনো কালো ধোঁয়া বেড়োতে দেখা যাচ্ছে। অত‌এব পকেট আগুন এখনো লেগে রয়েছে বলে অনুমান। এই আগুন ২০০৮ সালের জানুয়ারির ১২তারিখের কথা মনে পড়িয়ে দিচ্ছে।ঐ মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের দোকান থেকে জিনিস সরিয়ে যতটা সম্ভব খালি করে দিয়েছেন।তাঁদের অভিযোগ আজ‌ও জলের পা‌ইপলাইন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ঘাটতি রয়ে গেছে।নন্দরাম মার্কেটে আগুন লাগার ফলে বড়বাজারে যান চলাচল বিঘ্নিত হয়।এরফলে তীব্র যানজট দেখা দেয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।