রাজ্য

আবার ধস বারাবনি ব্লকে



ডলি শীল: চিন্তন নিউজ: ২০শে মার্চ:- পশ্চিম বর্ধমান জেলার বারাবনী –এখানে অবিরত কয়লা তোলার ফলে বার বার বিপর্যয় নেমে এসেছে। বারাবনি ব্লক এর অন্তর্গত ফরিদপুর গ্রামের এক বসত বাড়ি আজ সকালেই ধ্বসে পড়ে। যদিও পরিবারের সকলেই নিরাপদে আছে।

ঘটনা ঘটে আজকেই। পরিবারের সকলে নামাজ পড়তে গিয়েছিলেন বলে বাড়ির বাইরে ছিলেন। ঘরে ঢোকার সময় দেখেন , ঘর হেলে পড়েছে। ধীরে ধীরে পুরো বাড়ি ভেঙে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি। ই সি এল কর্তপক্ষের চূড়ান্ত গাফিলতির কারণেই এই বিপর্যয়। সিপিআইএম জেলা নেতৃত্ব সবসময় এলাকার মানুষের সঙ্গে ও ঐ পরিবারের সাথে যোগাযোগ রাখছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।