মীরা দাস:চিন্তন নিউজ:১২ই নভেম্বর:–‘বুলবুল’ এর ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের তৈরী হচ্ছে …ঘুর্নীঝড় ” নাকরি ” ঘুর্নাবর্ত বুলবুলের রেশ কাটতে না কাটতে না কাটতেই আর ও একটি ঘুর্নাবর্তের আভাস পাওয়া যাচ্ছে যার পোশাকী নাম ” নাকরি ”
”মাতমো ” নামে একটি ঘুর্নাবর্ত থেকে ‘বুলবুল ” সৃষ্টি হয়েছিল। এই ” মাতমো” র উৎসস্থল ছিল দক্ষিন চীন সাগর। আর এই ‘মাতমো ‘ থেকে ছিটকে গিয়ে তৈরী হয়েছিল ‘বুলবুল ” নামক ঘুর্নাবর্ত টি। এই ঘুর্নাবর্ত টি, পঃবঙ্গের বিভিন্ন জেলা সহ, দঃচব্বিশ পরগনার বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। এমন কি বাংলাদেশেও বুলবুল ঘুর্ণিঝড় ব্যাপক ক্ষতি করছে তার খবর পাওয়া গেছে। এখন আমাদের ” নাকরি ” র গতিবিধির দিকে লক্ষ রাখতে হবে আগামি দিনে .।