চিন্তন নিউজ: ১১ই আগস্ট:- কৌশিক মালিক,আরামবাগ: ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন আরামবাগ ২নং লোকাল কমিটির উদ্যোগে আরামবাগের কাবলে অফিসে ক্ষুদিরাম বসু-র শহীদ দিবস পালন করা হল,,,,উপস্থিত ছিলেন খোকন সাঁতরা,,কাজী মনিরুল ইসলাম,,তুষার কোলে প্রমুখ।
জাকির মহম্মদ, আরামবাগ:- আজ আরামবাগে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হলো ১ নং লোকাল কমিটির উদ্যোগে।

অভ্রময় বিশ্বাস,চন্দননগর: প্রতিবছরের মতো এবছরেও এসএফআই চন্দননগর১ নম্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে স্নাতক স্তরের অভীক্ষা বর্ষে( প্রথম সেমেস্টার) কলেজে ভর্তির ফর্ম ফিল আপ কর্মসূচি। আর্থিক সহায়তা প্রয়োজন এমন ছাত্রছাত্রীদের জন্যেই এই বিনামূল্যে ফর্ম ফিলআপ এর এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু হয়েছে ১০ই আগস্ট থেকে। চারটি কেন্দ্র থেকে এই কাজ চলছে।
