জেলা শিক্ষা ও স্বাস্থ্য

মাধ‍্যমিকের পর ঊচ্চ মাধ‍্যমিকেও বাঁকুড়া জেলার জয়জয়কার।


কিংশুক ভট্টাচার্য:-চিন্তন নিউজ:-বাঁকুড়া ১৭ইজুলাই ২০২০:- বিগত কয়েক বছরের মতো এই বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাঁকুড়া একদম সামনে থাকা জেলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।মাধ‍্যমিকের পর আবার জেলাকে গৌরবান্বিত করেছে ঊচ্চ মাধ‍্যমিকের ছাত্র ছাত্রীরা।তাদের সাফল্যে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা কমিটির সম্পাদিকা অস্মিতা দাসগুপ্ত রায় অভিনন্দন জানিয়েছেন।তিনি জানিয়েছেন এই বছর কোনো মেধা তালিকা প্রকাশিত না হলেও বিভিন্ন স্কুল মারফত জানা গেছে এখনও পর্যন্ত জেলার পঁচিশ জন ছাত্রছাত্রী প্রথম থেকে ষষ্ঠ স্থান অধিকার করেছে।

১) গৌরব মন্ডল-বড়জোড়া হাইস্কুল – ৪৯৯
২) অর্পণ মন্ডল-কেন্দুয়াডিহি হাইস্কুল – ৪৯৯
৩) রিয়া দত্ত- ওন্দা হাইস্কুল ৪৯৮
৪) শিল্পা দত্ত — ওন্দা হাইস্কুল ৪৯৭
৫)রূপ সিনহাবাবু—সিমলাপাল মদনমোহন হাইস্কুল ৪৯৭
৬)মৌ দাসমোহান্ত– সিমলাপাল মদনমোহন হাইস্কুল ৪৯৭
৭)সায়ন চক্রবর্তী –চ‍্যাংডোবা হাইস্কুল ৪৯৭
৮)সুমন দে– গড় রাইপুর হাইস্কুল ৪৯৬
৯)জয়দীপ মান্না —সিমলাপাল মদনমোহন হাইস্কুল ৪৯৬
১০)বর্ণালি চক্রবর্তী –খাতড়া হাইস্কুল ৪৯৬
১১)সপ্তর্ষি পাল– বাঁকুড়া জিলা স্কুল ৪৯৫
১২) মধুরিতা বেরা–বাঁকুড়া গার্লস হাইস্কুল ৪৯৫
১৩)সায়ন সৎপতি-হাড়মাসড়া হাইস্কুল ৪৯৫
১৪)অনুভব পন্ডা— সিমলাপাল মদনমোহন হাইস্কুল ৪৯৫
১৫)লোপামুদ্রা পাত্র–বাঁকুড়া বঙ্গবিদ‍্যালয় ৪৯৫
১৬)পারমিতা পাত্র—বাঁকুড়া বঙ্গবিদ‍্যালয়–৪৯৫
১৭)সৌরভ সিনহা বাঁকুড়া বঙ্গবিদ‍্যালয়–৪৯৫
১৮)সাথী সাঁই–কৃষ্ণপুর গোয়ালডাঙা এস এস হাইস্কুল ৪৯৫ ১৯)বৃষ্টি পাঠক– পাত্রসায়ের বামিরাগুরুদাস ইন্সটিটিউশন- ৪৯৪
২০)প্রিয়া সাম–শাসপুর ডি এন এস ইন্সটিটিউশন ৪৯৪ ২১)রাহুল ঘোষ—শাসপুর ডি এন এস ইন্সটিটিউশন ৪৯৪
২২)বিশ্বজিৎ নাগ–শাসপুর ডি এন এস ইন্সটিটিউশন ৪৯৪ ২৩)স্বাগতা মন্ডল– মটগোদা হাইস্কুল ৪৯৪
২৪)অনমিত্র মুখোপাধ‍্যায়–বাঁকুড়া জিলা স্কুল ৪৯৪
২৫) সোহম চ‍্যাটার্জি-কোতলপুর হাইস্কুল ৪৯৪


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।