শিক্ষা ও স্বাস্থ্য

চাঞ্চল্যোকর নতুন তথ্য করোনা ছড়াতে সক্রিয় কাপড়ের মাস্ক এবং টাকার নোট।


মল্লিকা গাঙ্গুলি:চিন্তন নিউজ: ৭ই এপ্রিল:–প্রায় মাসখানেক ধরে নতুন এক রোগ করোনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে! মার্চের মাঝামাঝি থেকে করোনা বা কোভিড উনিশ শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে পরিচিত এক মারনব্যাধি। ভারতবর্ষে গত একুশে মার্চ সরকারি ভাবে সারা দেশে লকডাউন ঘোষণা করে বলা হয় সামাজিক দূরত্ব তৈরি করে মাস্ক ব্যবহার আর সেনিটাইজেশন এই সংক্রমণ রোধ করতে সক্ষম! আমাদের দেশে গৃহবন্দি নির্দেশ সম্পূর্ণ ভাবে মানা সম্ভব না হলেও এতদিন মানুষ ভাবছিল মাস্ক ব্যবহার করে প্রয়োজনে বাইরে যাওয়া যেতেই পারে! কিন্তু এখন নতুন তথ্য বলছে ঐ মাস্ক ও নিরাপদ নয়!

সম্প্রতি হংকং এর এক সংবাদ সংস্থা জানিয়েছে এতদিন বলা হচ্ছিল প্লাস্টিক এবং ধাতু নির্মিত বস্তুতেই কেবল করোনা জীবানু স্থায়ী হয়, কিন্তু ক্রমাগত গবেষণা দ্বারা জানা গেছে কাপড়ের ওপর এই জীবানু সবথেকে বেশি সময় প্রায় সাত দিন জীবিত থাকতে পারে! এই গবেষণা আরও জানাচ্ছে শুধু কাপড়েই নয়, টাকা অর্থাৎ ব্যাঙ্কের নোটেও এই ভাইরাস বেচে থাকে দুদিন পর্যন্ত। এমন কি টিসু পেপার কাচের বোতল, গ্লাস ইত্যাদিতেও করোনা বাঁচে দিন দুয়েক। এই তথ্য মানুষকে নতুন করে বিভ্রান্ত করছে। মানুষ কি ভাবে এই মহা মড়ক থেকে মুক্তি পেতে পারে তার কোনো সুরাহা আজ ও হয় নি!

বিশ্ব জুড়ে বিজ্ঞানীরা দিন রাত চেষ্টা করেও কোনো প্রকার প্রতিষেধক আবিষ্কারের সু সংবাদ দিতে পারছে না! লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে বিদেশে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিলের সামনে দাঁড়িয়ে দেশ! এই অতিমারির থেকে মুক্তি পেতে মানুষ মরিয়া কিন্তু লকডাউনের একুশ দিনের সময়সীমা শেষের দিকে অথচ এই ধরনের সংবাদ মানুষের আশঙ্কা বিভীষিকা বেড়েই চলেছে।

এই ভয়ংকর পরিস্থিতিতে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, কেবল মাত্র সামাজিক দূরত্ব আর প্রতিনিয়ত সাবান বা যথাযথ সেনিটাইজার দিয়ে হাত ধোয়া সংক্রমণ বৃদ্ধি না হওয়ার একমাত্র উপায়। তাই করোনা মহামারী থেকে নিজে বাঁচতে এবং অপরকে বাঁচাতে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সাবান দিয়ে হাত ধুতে হবে।। সময় নিশ্চয়ই এই বিশ্ব বিভীষিকা থেকে মানব সমাজকে মুক্তি দেবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।