দেশ

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের CAA বিরোধী মিছিলের ছাত্রের ওপর গুলি


তুলসী কুমার সিনহা: চিন্তন নিউজ:৩০শে জানুয়ারি:–৩০ শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে জামিয়া মিলি়য়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও সাধারন মানুষ, জামিয়া মিলিয়া কো -অর্ডিনেশন কমিটিব় CAA বিরোধী পদযাত্রায় এক বহিরাগত যুবক গুলি চালালে এক প্রতিবাদী ছাত্র গুলিতে আহত হয় ।পুলিশ ঐ বন্দুকবাজকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানায় বন্দুকবাজ ব্যক্তি গুলি চালানোর সময় বলে “এই নে আজাদী।”পুলিশ জানায় তদন্ত চলছে। আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতির উপর পুলিশ নজর রাখছে।

এদিকে ছাত্রদের অভিযোগ- পুলিশের উপস্থিতি সত্ত্বেও কিভাবে একজন যুবক এলোপাথারি গুলি চালালো? তাদের আরও অভিযোগ পুলিশ নীরব দর্শকের ভুমিকা পালন করে।জানা গেছে অভিযুক্ত যুবক নয়ডার বাসিন্দা।গণতন্ত্র প্রশ্নের মুখে। এভাবে নিজেকে রামভক্ত বলে প্রকাশ্য দিবালোকে গুলি চালাতে পারে কোন মদত ছাড়া? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।