স্বাতী শীল: চিন্তন নিউজ:১লা মার্চ:–জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে ২৮ শে ফেব্রুয়ারি ২০২০ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল ও মগরা বিজ্ঞান কেন্দ্র একটি আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী এবং ৫০ জন কলেজের ছাত্র ও ছাত্রী।পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র এবং হুগলি মহসিন কলেজের এন এস এস ইউনিট এর যৌথ উদ্যোগে শনিবার শ্যামাপ্রসাদ বিদ্যালয়ে আয়োজিত হয় জাতীয় বিজ্ঞান দিবস।
এই আলোচনা সভায় প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এবং অভিভাবক অংশগ্রহণ করেন ।এরপর তারা ব্যান্ডেল স্টেশন এবং তৎসংলগ্ন এলাকায় জলের প্রয়োজনীয়তা, জলের অপব্যবহার এবং প্লাস্টিক ও থার্মোকলের যথেচ্ছ ব্যবহার বন্ধ সংক্রান্ত বিষয়ে জনসাধারণের মধ্যে প্রচার এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণ করেন।
এই দিন হুগলী ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি কলেজে অনুষ্ঠিত টেট ফেস্ট এও বিজ্ঞান মঞ্চ থেকে বেশকিছু মডেল দেওয়া হয়।মোট ৬ টি স্কুল যেমন হুগলি মডেল স্কুল,ঋষি অরবিন্দ স্কুল, এবং চন্দননগর খলিশানি বিদ্যামন্দির এই দিন কলেজে আয়োজিত কুইজ ও অঙ্কের প্রতিযোগিতায় অংশ নেয় এবং পুরস্কার জিতে নেয়।বিজ্ঞানের প্রসার ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল নিঃসন্দেহে চোখে পড়ার মত।