জেলা

বড়জোড়ায় প্রয়াত শ্রদ্ধেয় লালবিহারী ভট্টাচার্যের স্মরন সভা


দয়াময় বাউরি:চিন্তন নিউজ:১৭আগস্ট :গত রবিবার সন্ধ‍্যেতে দধিমুখা গ্রামে প্রয়াত প্রাক্তন বিধায়ক তথা সিপিআই(এম) এর জেলা কমিটির সদস‍্য লালবিহারী ভট্টাচার্য’ র স্মরন সভা অনুষ্ঠিত হয়। বেলিয়াতোড়ে এরিয়া কমিটির দধিমুখা শাখা এই কর্মসূচী গ্রহন করে। সভায় উপস্থিত থেকে বক্তব‍্য রাখেন সিপিআইএম এরিয়া সম্পাদক তথা জেলা কমিটির সদস‍্য সুজয় চৌধুরী এবং বর্তমান বিধায়ক তথা সিপিআইএম জেলা কমিটির সদস‍্য সুজিত চক্রবর্তী মহাশয়।
প্রাক্তনের স্মরনে বর্তমান বিধায়ক সুজিত চক্রবর্তী বলেন, “দীর্ঘ রোগ ভোগের পর অল্প কিছুদিন আগেই চলে গেলেন প্রিয় নেতা লালবিহারী ভট্টাচার্য। তাঁর মৃত‍্যুতে এলাকার গণআন্দোলনের অপূরনীয় ক্ষতি হলো এবং আমরা হারালাম একজন অভিভাবককে”। প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের মধ‍্যেও গ্রামবাসীদের কর্মসূচি সম্পন্ন করার আগ্রহ ছিলো নজরে পরার মতো।

সোমবার বড়জোড়া ব্লকের বিভিন্ন এলাকায় সিপিআই(এম) এর পক্ষ থেকে আগামী রবিবারে কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা উপস্থিতি পরীক্ষা শিবিরের ও করোনা সংক্রমণ সচেতনতা সংক্রান্ত প্রচার সংগঠিত করা হয়।

সিপিআই(এম) বড়জোড়া এরিয়া কমিটির উদ‍্যোগে থাইরোকেয়ার সংস্থার সহযোগীতায় আগামী রবিবার তেইশ আগস্ট বড়জোড়া কলেজ রোড সংলগ্ন বড়জোড়া ম‍্যারেজ হলে এই শিবির চলবে। সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত মাত্র তিনশতপঞ্চাশ টাকার বিনিময়ে নিজের নাম নথিভুক্ত করিয়ে এই পরীক্ষা করাতে পারবেন
এরিয়া সম্পাদক নিজেও এই প্রচার কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহন করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।