জেলা রাজ্য

বাঁকুড়ার প্রধান বাজার এলাকায় আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায‍্যার্থে সিপিআই(এম)এর উদ‍্যোগে গণসংগ্রহ অভিযান।


কিংশুক ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:আজ সকাল ৯-৩০মিনিট থেকে দিনের সবচেয়ে ব‍্যস্ত সময়ে বেলা ১১-৩০মিনিট সময় পর্যন্ত বাঁকুড়া শহরের প্রাণ কেন্দ্র মাচান তলা থেকে রাণীগঞ্জ মোড় পর্যন্ত, শহরের প্রধান বাজার এলাকায় ভারতের কমিউনিষ্ট পার্টি(মার্ক্সবাদী)র বাঁকুড়া শহর এলাকার দুটি এরিয়া কমিটির ডাকে আমফানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাহায‍্যার্থে গণসংগ্রহ কর্মসূচী পালন করা হয়।

১কিলোমিটারের বেশী দীর্ঘ এই এলাকায় বহু পার্টী কর্মী তীব্র রোদেও কর্মসূচীর শেষ পর্যন্ত সঙ্গে থেকেছেন।রাস্তার দুপাশের সমস্ত দোকানদার, হকার পথ চলতি মানুষজন পার্টি কর্মীদের হাত জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছেন বারবার। মানুষের এই স্বতঃস্ফুর্ত সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার ঘটনায় কর্মসূচীতে অংশগ্রহন কারি পার্টী জেলা সম্পাদক মন্ডলীর অন‍্যতম সদস‍্য কিঙ্কর পোষাক বলেন তিনি মানুষের এই আন্তরিকতায় অভিভূত। সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর আর এক সদস‍্য তথা রাজ‍্য কমিটির সদস‍্য কমরেড অভয় মুখার্জি অংশগ্রহনকারি কর্মীদের ও সাহায‍্যকারি সমস্ত বাঁকুড়ার মানুষকে পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন এই সহযোগিতার মনোভাব আগামীদিনে আর্ত মানুষের পাশে দাঁড়াতে পার্টিকে ঊদ্বুদ্ধ করবে। এছাড়াও কর্মসূচীতে পুরো সময় সক্রিয়ভাবে উপস্থিত থেকে কর্মীদের অনুপ্রাণিত করেন জেলা কমিটির সদস‍্য কমরেড সুবিকাশ চৌধুরী ও জেলা কমিটির সদস‍্য তথা পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কমরেড প্রভাত কুসুম রায় ও পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস‍্য কমরেড অশোক মুখার্জি। এই ব‍্যাস্ত সময়ে পার্টি সদস‍্য ও কর্মীদের উপস্থিতি ও উদ্দীপনা ছিলো চোখে পরার মতো। অসংখ লাল পতাকা ও সাহায‍্যের আবেদন লেখা প্ল‍্যাকার্ড হাতে বহু পার্টি সদস‍্য ও কর্মী কর্মসূচীতে শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহন করেন। বর্ষীয়ান নেতৃত্ব কমরেড মনোরঞ্জন বোস কর্মসূচীর পুরো সময় উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।