রাজ্য

প্রয়াত বিজ্ঞান কর্মী বরুণ চৌধুরীর প্রতি বিনম্র শ্রদ্ধা


শ্রীকান্ত চট্টোপাধ্যায়: চিন্তন নিউজ:১০ই নভেম্বর:- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সংগঠনের নীরব কর্মী সংগঠক দুর্গাপুর বিধাননগরের সকলের প্রিয় অকৃতদার বরুণ চৌধুরী হার্ট ব্লকেজ এবং কোভিড পজিটিভ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা নিয়ে গত ৭/ ১১/ ২০২০ গভীর রাতে সনকা হাসপাতালে ভর্তি হয়েছিলেন । গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আজ ১০/১১/২০২০ বিকেল ৪ টে ২০ মিনিটে সবাইকে শোকসাগরে নিমজ্জিত করে অকালপ্রয়াত হয়েছেন।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্র দুর্গাপুর এর পক্ষে তাঁর স্মৃতির উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন। তাঁর অকালপ্রয়াণে তাঁর শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশ্যে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। বেদনাহত চিত্তে প্রিয় শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ, দেশ ও সামাজের বর্তমান আবহে বিরল আদর্শের মানুষ বরুণদার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের আন্তরিক অঙ্গীকার – আপনি ঘুমান আমরা জেগে আছি, আপনার বিজ্ঞান চেতনা প্রসারের ভাবাদর্শটি হৃদয়ে জাগরুক রেখে আমরা বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এবং আপনি বেঁচে থাকবেন আমাদের মধ্যে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।