সঞ্জিত দে: চিন্তন নিউজ:২১শে সেপ্টেম্বর:– ডুয়ার্সের জঙ্গল থেকে লোকালয়ে ফের ঢুকে পড়লো কুড়ি থেকে পঁচিশটি হাতির একটি দল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বানারহাট এর ডুডুমারি এলাকায়।
এদিকে বন কর্মীদের নিষেধাজ্ঞা সত্বেও হাতি দেখতে সকাল থেকে ভিড় জমিয়েছে গ্রামবাসী। হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন দুই যুবক।
মঙ্গলবার সকাল থেকে একদল হাতি আশ্রয় নিয়েছে বানারহাট থানার ডুডুমারি বস্তি এলাকায়। ঘটনাস্থলে রয়েছে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার বন বিভাগের কর্মী এবং বানারহাট থানার পুলিশ ।
জানা যায়,গতকাল রাত থেকেই হাতির দলটি লোকালয়ে ঘোরাফেরা করছিলো।সকালে পাশেই ক্ষেতের মধ্যে একটি ঝোপের আড়ালে দাড়িয়ে রয়েছে বুনো হাতির দলটি,বেশ কয়েকটি শাবকও রয়েছে দলে। চারপাশে ঘন জনবসতি রয়েছে বলে হাতির দলটিকে এখনই জঙ্গলে ফেরানোর সিদ্ধান্ত নিচ্ছেন না বনকর্তারা।
ঘটনাস্থলে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার শুভাশিস রায়।সন্ধার পরে হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হবে বলেই বন দফতর সূত্রে খবর।