রাজ্য

ফারাক্কায় বাস ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৩০শে নভেম্বর:–শনিবার সকালেই মুর্শিদাবাদের ফারাক্কায় ভয়াবহ বাস দূর্ঘটনা। পুলিশ সুত্রের খবর অনুযায়ী বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সম্ভবত ৬ জনের। আহত ১২/১৩জন। আহত ও মৃতের সংখ্যা আর‌ও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার সকালে ফারাক্কায় এনটিপিসি মোড়ে৩৪নং জাতীয় সড়কে একটি বেসরকারি বাস ও একটি তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়।বেসরকারি বাসটি শিলিগুড়ি থেকে বহরমপুর আসছিল। উল্টোদিকে তেল ট্যাঙ্কারটি কলকাতা থেকে আসাম যাচ্ছিল।

দুর্ঘটনায় বাস চালক ও ট্যাঙ্কার চালক দুজনের‌ই মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । মৃত বাস চালকের নাম অজয় সিং, ট্যাঙ্কার চালকের নাম সোনু কুমার বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায় নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। সাতসকালে এত বড় দুর্ঘটনায় এলাকায় এক শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

   


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।