দেশ

দিল্লি সীমানায় কৃষি আইন নিয়ে লাগাতার প্রতিবাদের মাঝেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক –


রত্না দাস: চিন্তন নিউজ:১১ই জানুয়ারি:– কৃষকরা গত একমাসের উপর ধরে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার নিয়ে লাগাতার জোরদার প্রতিবাদ আন্দোলন করে চলেছেন। প্রধানমন্ত্রী মোদির সাথে কৃষকদের চলছে দফায় দফায় বৈঠক। ইতিমধ্যে কিন্তু অষ্টম দফার বৈঠক ভেস্তে যায়। আন্দোলনরত কৃষক সংগঠন এরপর কেন্দ্রের সাথে নবম দফায় বৈঠক বসবে আগামী ১৫ ই জানুয়ারি।

এই পরিস্থিতিতে সিংঘু বর্ডারে আবারও আত্মহত্যার পথ বেছে নিলেন অমরিন্দর সিং নামে ৪০ বছর বয়সি এক তরুণ কৃষক। গত শনিবার সন্ধ্যা নাগাদ সন্ধ্যা নাগাদ অমরিন্দর বিষাক্ত কোন কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন সেখানকার আন্দোলনরত কৃষক বন্ধুরা ।সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনা প্রসঙ্গে আন্দোলনরত কৃষকরা জানিয়েছেন আগে আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন অমরিন্দর। তিনি নাকি ঘনিষ্ঠদের কাছে বলেছেন,’ সরকার বিতর্কিত কৃষি আইন ফেরত না নিলে আত্মহত্যা ছাড়া তার কাছে কোনো রাস্তা নেই। এমনকি তিনি নাকি এটাও বলেন তার মৃত্যু যেন কৃষকদের আন্দোলনকে সফল করে।’

হরিয়ানা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত মৃতদেহ ময়নাতদন্তের পর তা তুলে ধরা হবে তার পরিবারের হাতে। আন্দোলনরত কৃষকদের আত্মহত্যার ঘটনা নতুন নয়। চলতি মাসে গাজীপুর সীমান্তে কাশ্মীর সিং নামে আরেক কৃষক আত্মহত্যা করেন।এর আগে পাঞ্জাবের জালালাবাদের এক আইনজীবী টিকরি সীমান্তে আত্মহত্যা করেন। পুলিশ তখন একটি সুইসাইড নোট উদ্ধার করেছিলেন। যেখানে লেখা ছিল,’ কৃষক আন্দোলনের সমর্থনে জীবন ত্যাগ করলাম।’

গত ২৬শে নভেম্বর থেকে কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলন করছেন কৃষকরা। দফায় দফায় বৈঠক করলেও কোনো সমাধানসূত্র মেলেনি। আগামী ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর নিয়ে দিল্লিতে প্যারেড করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষক সংগঠন। এই আন্দোলনে মহিলা কৃষকরা ট্রাক্টর নিয়ে দলে দলে যোগদান করছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।