শ্যামল চ্যাটার্জি : চিন্তন নিউজ: ৫ই সেপ্টেম্বর,২০২০:- বরানগর অঞ্চলের যোগেন্দ্র বসাক রোডের বাসিন্দা সি পি আই (এম)-র কর্মী তোতন দে। পেশায় জলসরবরাহকারি। গতকাল তাঁর পাড়ার কিছু সিভিক ভলিন্টিয়ার আড্ডা দিচ্ছিলেন। কারোরই মুখে মাস্ক ছিল না। তোতন তাঁদের গিয়ে মাস্ক ব্যবহারের কথা বলেন। এই নিয়ে তাঁর সাথে সিভিক ভলিন্টিয়ারদের বাকবিতন্ডা হয়। তারা মাস্ক ব্যবহার না করেই আড্ডা চালিয়ে যায়। তোতন সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।
আজ সকালে যখন তোতন কাজে বের হয়। গোপাল লাল ঠাকুর রোডের কাছে ঐ সিভিক ভলন্টিয়ারের বাহিনী মোটর বাইক করে এসে ওকে পাকড়াও করে, জোরজবরদস্তি ভ্যানে তুলে বরানগর থানায় তুলে নিয়ে যায়। খবর পেয়ে বরানগর ২ নং লোকাল কমিটির সম্পাদক ধীমান সাহা, যুব কর্মী পিনাকী চৌধুরী ও সন্দীপ দেবরায় থানায় গিয়ে জামিনে তোতনের মুক্তি করায়। থানায় তোতনের উপর শারিরীক নিগ্রহ করে। তার চিহ্ন স্পষ্ট। এছাড়াও জোর করে পোস্ট ডিলিট করতে বাধ্য করে। এর প্রতিবাদে আগামীকাল, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০ সকাল ১১টায় বরানগর থানার সামনে বিক্ষোভ কর্মসূচী। বিধায়ক তন্ময় ভট্টাচার্য সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।